• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা করা হবে: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা করা হবে: রাষ্ট্রপতি

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা করা হবে: রাষ্ট্রপতি

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্ত করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারের অধীনে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৫ জুলাই) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দিদের মুক্তি দেয়া হবে। প্রতিহিংসা ভুলে দেশকে এগিয়ে নিতে দলমত সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এসময় রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, চলমান এই ছাত্র আন্দোলনে নিহত সকলের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হবে। এ সময় জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় দেশের অর্থনীতি,প্রশাসন,শিল্প-কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বানও জানান তিনি।

যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।দেশের সকল অফিস আদালত আগামীকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে চলমান থাকবে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031