জাকারিয়া মাহবুব :: লাসিথ মালিঙ্গার ইয়র্ক বিষে হোয়াইটওয়াশ এড়িয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ৩৮ রানে হারিয়েছে লংকান সিংহরা। প্রথমে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কান ব্যাটিং লাইনআপ।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান তোলে লংকানরা। কিউইদের পক্ষে ৩ টি করে উইকেট নেন মিচেল সান্টনার ও টড এস্যেল। ১২৬ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। লাসিথ মালিঙ্গার করা তৃতীয় ওভারের তৃতীয় বলে তুলে নেন অপেনার কলিন মানরোকে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে তুলে নেন রাদারফোর্ড, ডি গ্রান্ডহোম ও রস টেইলরকে! পরপর ৪ বলে চার উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শ্রীলঙ্কার দিকে।
এরপর আর সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। ১৬ ওভারে ৮৮ রানে অল-আউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন পেসার সাউথি। ৪ ওভারে ৬ রান দিয়ে ৫ উইকেট নেন সদ্য ওয়ানডে থেকে অবসর নেয়া ‘কিং অফ ইয়র্ক’ লাসিথ মালিঙ্গা।