• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আদায়’

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫
‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আদায়’

অভিযান ০১:
আজ ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নে দিনব্যাপী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বা অপসারণের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে তালাবদ্ধ একটি অবৈধ প্রিন্টিং কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতে তালা ভেঙে প্রবেশ করে চারটি প্রিন্টিং টেবিলে চল্লিশটি বার্নারের মাধ্যমে গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায়। ফলে গ্যাসের উৎসলাইন তাৎক্ষণিকভাবে কিল করে গ্যাস সরবরাহ বন্ধ এবং কারখানার ০১টি কম্প্রেসার, ৪০টি বার্নার, ৪৪টি বল বাল্ব, দেড় ইঞ্চি ব্যাসের ৪০০ ফুট হাউজ লাইন অপসারণ করা হয়েছে। তালাবদ্ধ কারখানার ভেতরে কাউকে না পাওয়ায় এবং উক্ত কারখানার মালিকের তথ্যাদি নিশ্চিত না হওয়ায় তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর সংশ্লিষ্ট জোনের ডিজিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান ০২:
জেলা প্রশাসন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বড়দেওড়া, টংগী এলাকায় আনাস ডেনিম প্রসেসিং ওয়াশিং নামক ০১টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় উৎস পয়েন্ট হতে উক্ত প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কিল করা হয়েছে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই এলাকায় অন্য একটি বেনামি ওয়াশিং কারখানার গ্যাস সংযোগের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি তালাবদ্ধ থাকায় কারখানার অভ্যন্তরে প্রবেশ এবং জরিমানা করা সম্ভব হয়নি। উচ্ছেদ অভিযানে আনুমানিক ৬০ ফুট ৩/৪” লাইন অপসারণ করা হয়েছে।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728