আগামী ফেব্রুয়ারী মাসেই শিল্পী সমিতির নির্বাচন জানালেন-নিপুণ আক্তার
আগামী ফেব্রুয়ারী মাসেই শিল্পী সমিতির নির্বাচন জানালেন-নিপুণ আক্তার
নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৩
দেশে জাতীয় নির্বাচনের পরেই শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কোন কমতি নেই।নির্বাচনকে ঘিরে চলছে নানান-জল্পনা-কল্পনা। সংগঠনটির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ঘিরে আলোচনা-সমালোচনা এখনো চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক এর পদ নিয়ে জায়েদ-নিপুণের চরম দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। এর সুরাহা না হতেই বতর্মান কমিটির মেয়াদ শেষের পথে; ফলে নির্বাচনের ডামাঢোল বাজতে শুরু করেছে চলচ্চিত্রাঙ্গনে ঢালিউডে শিল্পীদের মধ্যে।নির্বাচনকে সামনে রেখে শিল্পীদের মনে আনন্দ বিরাজ করছে।
আগামী ২০২৪ সালে নতুন বছরে ৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষদিকে।তাই সঠিক সময়ে নির্বাচন আরম্ভ হবে।