• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

আচরণবিধি লঙ্ঘন করায় ছেলুন জোয়ার্দ্দারকে শোকজ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৩
আচরণবিধি লঙ্ঘন করায় ছেলুন জোয়ার্দ্দারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি ভেঙে মোটরসাইকেল ও প্রাইভেটকারযোগে মিছিল ও শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করার ঘটনায় চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা-সদর একাংশ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী রোববার নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা চুয়াডাঙ্গা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমানের স্বাক্ষর করা চিঠি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে পাঠানো হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠিতে বলা হয়, ‘সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর ৩০ নভেম্বর, বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে আপনার মনোনয়নপত্র দাখিলের জন্য আসার সময় মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে মিছিল ও শোডাউন করে মনোয়নপত্র জমা প্রদান করেছেন। যাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন এবং ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে নির্বাচনী প্রচার করেছেন। এর দ্বারা আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা, ২০০৮ এর ৮(ক), ৮(খ) এবং ১২ বিধি বিধান লংঘন করেছেন।’

চিঠিতে আরো বলা হয়, ‘আপনি কেন নির্বাচনী আচারণ বিধিমালা লংঘন করেছেন সে বিষয়ে আগামী ৩ ডিসেম্বর রোববার সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিতি হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হল।’

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031