শুভেচ্ছা শেষে দক্ষিণের যুগ্ন সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ বলেন বাংলাদেশ মানুষ ধর্মপরায়ণ, এখানে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মকেই শ্রদ্ধা করা হয়। এবি পার্টি মনে করে যে দেশের সকল সম্প্রদায়ের মানুষই নিজস্ব ধর্ম পালনের অধিকার রাখে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকেই আমরা আগে বাংলাদেশের নাগরিক হিসেবে চিনি। বাংলাদেশে হিংসা-বিদ্বেষ সবকিছুর ঊর্ধ্বে আমরা বাংলাদেশী। এই পরিচয়ে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যা অনন্য দেশের জন্য অনুসরণীয়। সর্বশেষে বাংলাদেশের সকল মানুষকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, পল্টন থানার আহ্বায়ক মুন্সি আব্দুল কাদের, কোতয়ালী থানার আহ্বায়ক মোঃ নুর হোসেন এবং কদমতলি থানার সদস্য সচিব মাসুম বিল্লাহ।