২৯ জুলাই বাঘ রক্ষার শপথ নিয়ে সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। “বাঘ বাড়াতে সপথ করি সুন্দরবন রক্ষা করি” স্লোগান নিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস।
ওয়াইল্ড লাইফ ফান্ডের তথ্যমতে বিগত ১০০ বছর আগে পৃথিবীতে বাঘের সংখ্যা ছিল ১ লাখের বেশী। বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যা ৩৯০০ টি।
সুন্দরবনে ব্রিটিশ আমলে হাজার হাজার বাঘ ছিল। এখন মাত্র তার মাত্র ১০০ টি জীবিত আছে।
বর্তমানে বিশ্বের ১৩ দেশে বাঘের অস্তিত্ব টিকে আছে। বাংলাদেশ, ভারত, চিন, নেপাল, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ভুটান, রাশিয়া ও মালেয়শিয়ায় বাঘ পাওয়া যায়।
বাঘের কয়েকটি উপ-প্রজাতির মধ্য বালিনিজ, জাভানিজ ও কস্পিয়ান টাইগার ইতমধ্যে বিলুপ্ত হয়ে গেছে।
বর্তমানে বাঘের (Penthera tigris) ৫টি উপ-প্রজাতির (sub-species) কোনো রকমে টিকে আছে। এগুলো হল, বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান টাইগার, সুমাত্রান টাইগার, সাউথ চায়না টাইগার এবং ইন্দো-চায়না টাইগার ।