আজ ২৫ মার্চ মঙ্গলবার শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ” গণহত্যা দিবস -২০২৫”। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়।পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক অপারেশন সার্চলাইটে নিহত ও আক্রান্তদের স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে ২৫শে মার্চকে “গণহত্যা দিবস” হিসেবে পালন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এ ধারাবাহিকতায় আজ গণহত্যা দিবসে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের (মোঃ ফরিদ আহমদ ও সুকেন্দু বড়ুয়া) সমন্বয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।সেই সাথে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সম্মানিত বীর
মুক্তিযোদ্ধা (মোঃ ফরিদ আহমদ ও সুকেন্দু বড়ুয়া)। এরপর শিক্ষার্থী ও শিক্ষক আলোচনা ছাড়াও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ পারভেজ, এইসি মহোদয় সমাপনী বক্তব্য রাখেন।অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অবদানের বিষয়টি তুলে ধরেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।