রাজধানীর তুরাগ এলাকা থেকে আট কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ওমর ফারুক (২৬) ও মোঃ সুলেমান (৩০)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:৫০ ঘটিকায় তুরাগের ধউর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তুরাগ থানাধীন ধউর বেড়িবাঁধ পুলিশ বক্সের সামনে কয়েকজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ফারুক ও সুলেমানকে আট কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।