• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ ‘আপনাদের হাতে লাঠি কেন, আমরা আজ ও সহনশীল থাকবো’

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৪
আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ ‘আপনাদের হাতে লাঠি কেন, আমরা আজ ও সহনশীল থাকবো’

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। অন্যদিকে জহুরুল ইসলাম সিটি গেটের সামনে ব্যাপক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার পর থেকে কয়েকশো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনে হাজির হন। তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠি দেখা গেছে।

এসময় সেখানে উপস্থিত হয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কেন লাঠিসোঁটা হাতে নিয়েছেন। পুলিশের হাতে যা দেখছেন সেগুলো আপনাদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। আপনারা এগুলো (লাঠিসোঁটা) ফেলে দেন। আমরা গতকালও সহনশীল ছিলাম। আজও বেশি সহনশীল থাকবো আমরা।

পুলিশ এসময় তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়ে ওসি আবু সালাম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আন্দোলনকারী যে সকল শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন তারাও শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবেন।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও এ সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031