এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, এনডিসি, পিএসসি, বিশেষ সহকারী, প্রধান উপদেষ্টা (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন)। এছাড়াও, যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা-এর ডেপুটি চিফ অব মিশন, মিস মেগান বোলডিন, এবং দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি, প্রধান উপদেষ্টার কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অ্যামচেম সভাপতি, জনাব সৈয়দ এরশাদ আহমেদ, কোষাধ্যক্ষ জনাব আল-মামুন এম. রাসেল, নির্বাহী কমিটির সদস্যগণ-জনাব রাশেদ মুজিব নোমান, জনাব মো. মইনুল হক, জনাব মির্জা সাজিব রায়হান-এবং নির্বাহী পরিচালক, জনাব চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ, অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানান।
এই আয়োজনটি অ্যামচেম সদস্য, ব্যবসায়ী নেতা, চেম্বারের প্রতিনিধিগণ এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সম্মানজনক সমাবেশে পরিণত হয়। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি নেটওয়ার্কিং সন্ধ্যার সম্মানিত সহযোগীদের প্রতি, যাঁরা হলেন: আব্দুল মোনেম লিমিটেড, এভেরি ডেনিসন বাংলাদেশ, শেভরন বাংলাদেশ, সিটি ব্যাংক এন.এ., কনভেয়র লজিস্টিকস লিমিটেড, কর্টেভা অ্যাগ্রিসায়েন্স বাংলাদেশ, এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড, এফভি বাংলাদেশ, পেপসিকো বাংলাদেশ, ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেড, ট্রান্সোনিক কমিউনিকেশন লিমিটেড, ভিএফএস গ্লোবাল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড
অ্যামচেম বিগত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায় ও বাংলাদেশ সরকারের মধ্যে সংযোগ তৈরির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এই নেটওয়ার্কিং সন্ধ্যা বাংলাদেশে বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধি বৃদ্ধির অ্যামচেম এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করেছে। পাশাপাশি, এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি নতুন ব্যবসায়িক সহযোগিতার সুযোগ অন্বেষণে সহায়ক হবে।
ছবির মাঝখানে যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা-এর ডেপুটি চিফ অব মিশন মিস মেগান বোলডিন এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, এনডিসি, পিএসসি, বিশেষ সহকারী, প্রধান উপদেষ্টা, শেরাটন হোটেল, বনানীতে অনুষ্ঠিত নেটওয়ার্কিং সন্ধ্যায় অ্যামচেম সভাপতি জনাব সৈয়দ এরশাদ আহমেদ, নির্বাহী কমিটির সদস্যগণ এবং সম্মানিত সহযোগীদের সঙ্গে দেখা যাচ্ছে।