• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

‘আলফা প্ল্যান’ -এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজেদের অগ্রগতির জানান দিবে অনার

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫
‘আলফা প্ল্যান’ -এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজেদের অগ্রগতির জানান দিবে অনার

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ তাদের নতুন কৌশলগত উদ্যোগ ‘অনার আলফা প্ল্যান’ উন্মোচনের পাশাপাশি এআই নিয়ে নিজেদের নতুন উদ্ভাবনগুলো প্রদর্শন করবে। স্পেনের বার্সেলোনায় অবস্থিত হায়াত রিজেন্সি বার্সেলোনা টাওয়ারে আগামী ০২ মার্চ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় (বার্সেলোনা সময় বিকাল সাড়ে ৪টা) এই বিশেষ উপস্থাপনা দেখানো হবে।

বিভিন্ন ক্ষেত্রে ‘আলফা’ শব্দটি বহুমাত্রিক তাৎপর্য বহন করে। একদিকে এটি যেমন এগিয়ে থাকা চিন্তাধারা প্রকাশ ধরে, অন্যদিকে ঠিক তেমনি সর্বোচ্চ উৎকর্ষতার বিষয়গুলোও তুলে ধরে; একইসাথে, এটি উদ্ভাবন ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে অবিশ্বাস্য পারফরম্যান্স নিশ্চিত করে। অনার আলফা প্ল্যান প্রতিষ্ঠানের নতুন কৌশলগত লক্ষ্য হিসেবে এই মূলনীতিগুলো ধারণ করে।

এই উদ্যোগের মাধ্যমে অনার একটি উন্মুক্ত ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবন সমৃদ্ধ হবে। নিজেদের কৌশলগত দক্ষতা কাজে লাগিয়ে এবং বৈশ্বিক অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করার মধ্য দিয়ে সম্ভাবনার সীমানাকে আরও বাড়িয়ে একটি শক্তিশালী এআই ইকোসিস্টেম গড়ে তোলাই অনারের লক্ষ্য।

এআই-চালিত ভবিষ্যতমুখী কনজ্যুমার টেক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনার। পাশাপাশি, বৈশ্বিক অংশীদারদের সাথে একটি উন্মুক্ত ও সহযোগিতাপূর্ণ এআই ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাদের।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031