• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন মুজিবুর রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন মুজিবুর রহমান

আসন্ন কক্সবাজার জেলা সদরের গুরুত্বপূর্ণ ইউনিয়ন ঝিলংজার টানা ১৪ বছরের সাবেক চেয়ারম্যান কক্সবাজার পৌরসভায় ৫ বছর মেয়রের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আলোকে সম্মানিত সদর উপজেলাবাসী ও পৌরবাসীর দোয়ায় অনলাইনে মনোনয়নপত্র জমা দিল সাবেক কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামী লীগের পরপর দুইবারের সাধারণ সম্পাদকের দায়িত্বপালনকালে বিশ্বাস করি-জনপ্রতিনিধি হিসেবে আমার দীর্ঘদিনের সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে কক্সবাজার সদর উপজেলার ৫ ইউনিয়নের প্রত্যন্ত এলাকাগুলোকেও পৌর শহরের আদলে উন্নয়নে ঢেলে সাজাতে পারবো।তিনি কক্সবাজার সরকারী কলেজের ছাত্রলীগের জিএস ছিলেন।ছাত্রলীগের রাজনীতিতে ও তার অসামান্য অবদান ছিল। সেই লক্ষে সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ প্রার্থনা করেন যাতে আপনাদের জন্য আমি আমার পরিশ্রম ও মেধা দিয়ে সেবা ও কাজ করতে পারি।

এই সময় মুজিবুর রহমান বলেন আমি দৃঢ় মনে বিশ্বাস করি-যদি লক্ষ্য থাকে অটুট,বিশ্বাস হৃদয়ে,হবেই হবে দেখা,দেখা হবে বিজয়ে।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930