আসন্ন কক্সবাজার জেলা সদরের গুরুত্বপূর্ণ ইউনিয়ন ঝিলংজার টানা ১৪ বছরের সাবেক চেয়ারম্যান কক্সবাজার পৌরসভায় ৫ বছর মেয়রের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আলোকে সম্মানিত সদর উপজেলাবাসী ও পৌরবাসীর দোয়ায় অনলাইনে মনোনয়নপত্র জমা দিল সাবেক কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিনি বলেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামী লীগের পরপর দুইবারের সাধারণ সম্পাদকের দায়িত্বপালনকালে বিশ্বাস করি-জনপ্রতিনিধি হিসেবে আমার দীর্ঘদিনের সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে কক্সবাজার সদর উপজেলার ৫ ইউনিয়নের প্রত্যন্ত এলাকাগুলোকেও পৌর শহরের আদলে উন্নয়নে ঢেলে সাজাতে পারবো।তিনি কক্সবাজার সরকারী কলেজের ছাত্রলীগের জিএস ছিলেন।ছাত্রলীগের রাজনীতিতে ও তার অসামান্য অবদান ছিল। সেই লক্ষে সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ প্রার্থনা করেন যাতে আপনাদের জন্য আমি আমার পরিশ্রম ও মেধা দিয়ে সেবা ও কাজ করতে পারি।
এই সময় মুজিবুর রহমান বলেন আমি দৃঢ় মনে বিশ্বাস করি-যদি লক্ষ্য থাকে অটুট,বিশ্বাস হৃদয়ে,হবেই হবে দেখা,দেখা হবে বিজয়ে।