• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫
আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত
ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সকালে রাজধানীর পুরানা পল্টনে ডিআর টাওয়ারের রুফটপে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা  ফারুক ই আজম বীর প্রতীক।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, কবি ও গবেষক মুসা আল হাফিজ ও আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মোঃ বরকত উল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা  ফারুক ই আজম বীর প্রতীক বলেন, কুরআন হাদিসের দালিলিক প্রমাণসহ শরিয়তের নানা বিষয় ইসলামী বিধিবিধান গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এ বইটি শরিয়তের আকিদা ও অনুসরণযোগ্য নিয়মনীতি বিষয়ে সমাজে প্রচলিত প্রশ্ন, বিভেদ ও বিভক্তি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বইটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করেন। এছাড়া, তিনি বইটিকে ডিজিটাল ফর্মে প্রকাশের পরামর্শ দেন যাতে মানুষ মোবাইল ফোনেও এটিকে পাঠের সুযোগ পায়। কোন বিষয়ে প্রশ্নের উদয় হলে তাৎক্ষণিকভাবে সেটার সমাধান যেন এই বই থেকেই পাঠক খুঁজে পেতে পারে সেবিষয়ে তিনি প্রকাশকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

সভাপতির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা বলেন, কুরআন হাদিসের আলোকে ইসলামী শরিয়তের বিভিন্ন বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মতপার্থক্য তৈরি করতে পারে এরূপ বিষয়গুলো পরিহার করার প্রয়াস চালানো হয়েছে। এছাড়া, বইটি সংক্ষিপ্ত কলেবরে প্রকাশ করা হয়েছে। তিনি বইটির পরবর্তী সংস্করণে মাসলা-মাসায়েলগূলো বিস্তৃত পরিসরে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বইটি প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় অন্যান্যের মধ্যে  ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা ইয়াহিয়া ও নাজমুল হক মদিনাতুল জামিয়া আরাবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলামী বিধিবিধান গ্রন্থটি নন্দিত প্রকাশনা প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে। এ বইটির প্রকাশক মুহাম্মদ সাইফুল ইসলাম। এবইয়ে চারটি অধ্যায়ে কুরআন হাদিসের আলোকে ঈমান, ইবাদত, মুআমালাত ও মুআশারাতের গুরুত্বপূর্ণ বিষয়াবলি সন্নিবেশিত হয়েছে।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031