ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সেরেনা উইলিয়ামস আর নবাগত বিয়াঙ্কা আন্দ্রিস্কু। টেনিসপ্রেমীরা ধরেই নিয়েছিলেন ম্যাচটা অনায়াসেই জিততে চলেছেন সেরেনা উইলিয়ামস। কিন্তু পাশার দান উল্টে দিয়ে ইতিহাস গড়েছেন বিয়াঙ্কা আন্দ্রিস্কু। নারী ও পুরুষ মিলিয়ে প্রথম কানাডিয়ান হিসেবে ইউএস ওপেন জিতলেন ১৯ বছর বয়সী বিয়াঙ্কা আন্দ্রিস্কু।
ইউএস ওপেনের রানী সেরেনা খেলতে নেমেছিলেন নিজের চিরচেনা টেনিস কোর্টে, নিজের উঠানে। সমর্থক আর দেশের প্রত্যাশা ছিলো আকাশছোঁয়া। প্রথম সেটে ৬-৩ হারার পর দ্বিতীয় সেটে হারেন ৭-৫ সেরেনা। মারিয়া শারাপোভার পর দ্বিতীয় টিনএজ তারকা হিসেবে গ্রান্ড স্লাম জিতলেন বিয়াঙ্কা আন্দ্রিস্কু। তার এই অর্জনে উচ্ছ্বসিত পুরো কানাডা। পাশাপাশি সারা বিশ্ব থেকে পাচ্ছেন হাজারো শুভেচ্ছা বার্তা।