• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

ইএসডিও সম্মাননা—২০২৫ পেলেন ড. ফাহাম আব্দুস সালাম ও ড. শামারুহ্ মির্জা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫
ইএসডিও সম্মাননা—২০২৫ পেলেন ড. ফাহাম আব্দুস সালাম ও ড. শামারুহ্ মির্জা


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

সময়ের তরুণ কণ্ঠস্বর ড. ফাহাম আব্দুস সালাম এবং বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ্ মির্জা-কে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র পক্ষ থেকে “ইএসডিও সম্মাননা—২০২৫” প্রদান করা হয়েছে। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট (বিআরআইডি)-এর আয়োজনে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে অবস্থিত ইএসডিও-র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ইএসডিও-র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার স্বাগত বক্তব্য রাখেন। এরপর ড. ফাহাম আব্দুস সালাম ও ড. শামারুহ্ মির্জা-কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মনতোষ কুমার দে, শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) জালাল উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পরিমল সরকার, ইএসডিও কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, “ড. ফাহাম ও ড. শামারুহ্ কেবল ব্যক্তিগত পর্যায়ে সাফল্য অর্জন করেননি, তারা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাদের গবেষণা ও সমাজসেবামূলক কাজ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।”

অনুষ্ঠানে ড. ফাহাম ও ড. শামারুহ্-কে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথমে ইএসডিও-র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়। এরপর ঠাকুরগাঁও প্রেসক্লাব, ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী বৃন্দ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী বৃন্দ, ইকো পাঠশালা অ্যান্ড কলেজের ক্ষুদে ও রোভার সদস্যবৃন্দ, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস ইন স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব ফোরাম, নর্থ ইনস্টিটিউট এর শিক্ষার্থীবৃন্দ, ঠাকুরগাঁও টাউন ল্যাব হাই স্কুলের শিক্ষার্থী ও কর্তৃপক্ষ, ইকো কমিউনিটি হাসপাতাল, ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ব্রিড ও ইএসডিএফ তাদের ফুলের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ইএসডিও-র ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ড. ফাহাম আব্দুস সালাম একজন মেধাবী গবেষক, লেখক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে স্নাতক সম্পন্ন করার পর অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্মাননা অর্জন করেছেন। তাঁর পিএইচডি’র বিষয় ছিল মলিকিউলার থেরাপিউটিক্স এবং পোস্টডকে স্টেম সেল রিসার্চ। একজন বরেণ্য বিজ্ঞানী হিসেবে তিনি অস্ট্রেলিয়ার National Industrial Chemical Notification and Assessment Scheme এ কাজ করেছেন এবং বর্তমানে Senior Evaluator of Biological Medicine হিসেবে Therapeutic Goods Administration অস্ট্রেলিয়ায় কর্মরত আছেন। মানুষের মুক্তির সংগ্রামে ড. ফাহাম একজন অগ্রগামী সৈনিক। সোশ্যাল মিডিয়ায় তাঁর সময়োচিত বিশ্লেষণ রাষ্ট্র ও সমাজপুনর্গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তরুণের দিনগুলোতে বহুল প্রচারিত সাপ্তাহিক ‘যায় যায় দিনে’ তাঁর কলাম ‘প্রবাস পিঞ্জর’ ও ‘স্বদেশ বিহঙ্গ’ তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। তাঁর বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধের সংকলন ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ ব্যাপকভাবে পাঠক সমাদৃত। তাঁর আগ্রহ বাংলাদেশিদের মনস্তত্ত্ব, ভাষা, রাজনীতি, বিজ্ঞান ও ধর্ম। ডকুমেন্টারী বানিয়েছেন ঢাকার ইতিহাস নিয়ে। তাঁর সহধর্মিণী ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান, অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট বিজ্ঞানী ও সমাজকর্মী ড. শামারুহ্ মির্জা।

এবং ড. শামারুহ্ মির্জা একজন বরেণ্য চিকিৎসা বিজ্ঞানী। তিনি হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজিতে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। মেধার রশ্মি ছড়ানো ড. শামারুহ্ ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে অসাধারণ কৃতিত্বের সাথে এমএসসি ডিগ্রী অর্জন করেন এবং অসমবাহ অধীফত অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পূর্ণ বৃত্তিসহ পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপ অর্জন করেন। একজন অগ্রগামী চিকিৎসা বিজ্ঞানী হিসেবে তাঁর নানামুখী গবেষণা মানব কল্যাণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

ড. শামারুহ্ কেবলমাত্র গবেষণার বৃত্তেই আবদ্ধ থাকেননি—শৈশব থেকেই নানামুখী মানবহিতৈষী কর্মকাণ্ডে তিনি অগ্রদূত হিসেবে অন্যদেরকেও পথ দেখিয়েছেন—বিপদাপন্ন মানুষের পাশে ভরসাস্থল হিসেবে পথের সন্ধান দিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অসুবিধাগ্রস্থ বাংলাদেশি অভিবাসীদের জন্য তিনি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি SiTaras Story’র প্রতিষ্ঠাতা এবং Diaspora Alliance for Democracy in Australia’র সহ-প্রতিষ্ঠাতা। মানুষের জন্য নিবেদিত প্রাণ ড. শামারুহ্-র সামাজিক কর্মকাণ্ডসমূহ ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত এবং প্রশংসিত এবং এই ধারাবাহিকতায় তিনি অর্জন করেছেন ২০২৩ Act Local Hero Award, ২০২১ Act Mental Health Month Award এবং Finalist হিসেবে Australia Day Local Hero Award for the Positive Impact | ABC Canberra Community Spirits Award ২০২১।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031