• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

উত্তরার জসীমউদ্দিনে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা’র ৩৪তম শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪
উত্তরার জসীমউদ্দিনে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা’র ৩৪তম শাখার উদ্বোধন

পিৎজা-প্রেমীদের জন্য থাকছে বিশেষ ৪০% ছাড়!
[ঢাকা, সেপ্টেম্বর ২৫, ২০২৪] বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পিৎজা চেইন এবং দেশের শীর্ষ পিৎজা ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা’র পরিসর এখন আরো বিস্তৃত হয়েছে। রাজধানীর উত্তরায় জসীমউদ্দিনে অবস্থিত জি কিউ শেফালি টাওয়ারে আজ এক অনন্য আয়োজনের মাধ্যমে ব্র্যান্ডটির ৩৪তম শাখা উদ্বোধন করা হয়। পিৎজা-প্রেমীদের মাঝে এই নতুন সূচনার আনন্দ ছড়িয়ে দিতে চলতি মাসের শেষ পর্যন্ত নতুন ক্রেতাদের প্রথম অনলাইন অর্ডারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে ডোমিনোজ পিৎজা’র জসীমউদ্দিন শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাওয়াইন ওং, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার – এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা; নোয়েল সুং, প্রজেক্ট লিড, ইন্টারন্যাশনাল অ্যানালিটিকস অ্যান্ড ইনসাইটস; এবং আলেসান্দ্রো কারা, ইন্টারন্যাশনাল অপারেশন্স সিওই ম্যানেজারসহ ডোমিনোজ পিৎজার আন্তর্জাতিক প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত কর্মকর্তা ও অতিথিবৃন্দ ফিতা কেটে ও একটি ৩ ফুট x ২ ফুট সাইজের বিশালাকৃতির পিৎজা স্লাইস করে উদ্বোধনী আয়োজনটি স্মরণীয় করে রাখেন। এছাড়াও, সকলের জন্য মুখরোচক খাবার ও শিশুদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়।
ডোমিনোজ পিৎজা – এশিয়া, মিডল ইস্ট এন্ড আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস উইকিং নং, এক বার্তায় জানিয়েছেন, “বিশ্বের বৃহত্তম পিৎজা ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের ভক্তদের কাছে সুস্বাদু পিৎজা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। এশিয়া অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের বাজারে ডোমিনোজ পিৎজা খুব দ্রুত বিস্তৃতি লাভ করছে। ক্রেতা ও ভক্তদের ভালোবাসাই আমাদের এই সাফল্যের সূত্র। তাদের সমর্থন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে নতুন শাখা চালু করার এবং বিশ্বমানের সেবা ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করে।”
ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা, গাওয়াইন ওং, এই ব্যবসা সম্প্রসারণে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বাংলাদেশে আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য যেকোন উৎসব থেকে শুরু করে নিত্যদিনের আড্ডায় পিৎজা, সাইড মেন্যু, রাইস এবং ডেজার্টের বিস্তৃত সমাহার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বিশ্বমানের গুণগতমান ও সেবার নিশ্চয়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও বেশি বাংলাদেশী জনগণের মুখে হাসি ফোঁটাতে আমরা সারা দেশে আমাদের ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছি”।
ডোমিনোজ পিৎজা বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, “দেশের প্রতিটি আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ডোমিনোজ পিৎজা’র একটি শাখা চালুর লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা, আর জসীমউদ্দিন রোডে নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে এই যাত্রায় আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। বাহারি স্বাদ, দ্রুত ডেলিভারি, আর সাশ্রয়ী দামে বিশ্বমানের পিৎজার অভিজ্ঞতা নিশ্চিত করে ভক্তদের মন জয় করে নিয়েছে ডোমিনোজ পিৎজা। আমাদের প্রত্যাশা, এখন আরো বেশি ক্রেতারা ডোমিনোজ পিৎজা’র সুস্বাদু খাবারের সাথে নিজেদের প্রিয় মুহূর্তগুলো স্মরণীয় করে রাখবেন।”
বর্তমানে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কক্সবাজার ও নারায়ণগঞ্জ – এ পাঁচটি বড় শহরে ডোমিনোজ পিৎজা’র শাখা রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সিলেট শহরেও যাত্রা আরম্ভ করতে যাচ্ছে ডোমিনোজ পিৎজা। ডোমিনোজ পিৎজা বাংলাদেশ বর্তমানে সরাসরিভাবে ৬০০ জন মানুষের কর্মসংস্থান করছে।
মুখরোচক ভিন্ন ভিন্ন স্বাদের পিৎজার পাশাপাশি ওরিগ্যানো রাইস, সসি এন্ড মেসি পিৎজা, বিভিন্ন ধরণের গার্লিক ব্রেড-সহ বেশ কিছু সিগনেচার ডিশও পাওয়া যায় ডোমিনোজ পিৎজায়, যার মধ্যে রয়েছে ভক্তদের সেরা পছন্দের চকো লাভা ডিলাইট।
বিশ্বের বৃহত্তম পিৎজা কোম্পানি ডোমিনোজ পিৎজা প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। ৯০টিরও বেশি দেশের বাজারে ২০ হাজার ৯শ’টি স্টোর পরিচালনাকারী ব্র্যান্ডটি বিশ্বের শীর্ষ পাবলিক রেস্টুরেন্টগুলোর তালিকায় অন্যতম। গত ১৬ জুন শেষ হওয়া গত অর্থবছরে মোট ১৮.৭ বিলিয়ন ডলারের গ্লোবাল রিটেইল সেল নিশ্চিত করে ডোমিনোজ পিৎজা ।
ঘরে বসেই চিজে ভরপুর মুখরোচক পিৎজা’র স্বাদ নিতে স্মার্টফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন ‘ডোমিনোজ পিৎজা বাংলাদেশ’ অ্যাপ। এছাড়াও m.dominos.com.bd ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন, অথবা কল করুন ১৬৬৫৬ -এই নম্বরে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031