আগামীকাল ২১-২৩ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এর উদ্যোগে ৩ দিন ব্যাপী একমি কাপ উম্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২৫ এর আয়োজন করা হয়েছে। সারাদেশ থেকে প্রায় সাড়ে তিনশত টেবিল টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে।
২১ শে ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার বিকেল ৩:৩০ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনিসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বের একমাত্র ১৬ বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ান গিনেস বিশ্ব রেকর্ডের অধিকারী কিংবদন্তী জোবেরা রহমান লিনু।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম আয়োজনটি আপনার স্বনামধন্য মিডিয়াতে গুরুত্বসহকারে প্রচারের মাধ্যমে দেশে টেবিল টেনিসের প্রসারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি।