• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

একুশে বই মেলায় আসছে গুফি’র জনপ্রিয় সিরিজ বর্ণগল্প ৬

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫
একুশে বই মেলায় আসছে গুফি’র জনপ্রিয় সিরিজ বর্ণগল্প ৬

একুশে বই মেলা উপলক্ষ্যে গুফি নিয়ে এসেছে জনপ্রিয় সিরিজ বর্ণগল্প ৬। এই সিরিজে ত-ন পর্যন্ত বাংলা অক্ষরগুলোর উপর আলোকপাত করে গল্প সাজানো হয়েছে। শিশুদের জন্য একটা শিক্ষণীয় বিষয়কে ফোকাস করে
প্রতিটি গল্পে লেখা হয়েছে। প্রতিটি গল্পের ভেতরে সেই অক্ষরগুলো নিয়ে নানা শব্দ আনা হয়েছে, শিশুদের শব্দভান্ডার বাড়ানোর জন্য। কঠিন শব্দগুলোর অর্থ প্রতিটি গল্পের শেষে আলাদাভাবে দেয়া হয়েছে।
এবারের সিরিজের মূল প্রতিপাদ্য হচ্ছে শিশুদের এটা শেখানো যে আমাদের সমাজে নানা শ্রেণীর ও পেশার মানুষ আছে। তাদের সবার আলাদা আলাদা প্রতিভা আছে, তারা সবাই আমাদের সমাজে কোন না কোনভাবে কন্ট্রিবিউট করছে।
যেমন ধন্য আমার কৃষক বাবা গল্পে আমাদের সমাজে কৃষকের ভূমিকা কত গুরুত্বপুর্ণ এটা শিশুরা গল্পে গল্পে শিখতে পারবে। তেমনি টিয়ার নতুন বন্ধু বইয়ে শিশুরা একজন অটিজমে আক্রান্ত শিশুকে টিয়ার বন্ধু হিসাবে দেখবে। অটিজম নিয়ে শিশুদের মনে কোন ভুল ধারণা থাকলে সেটা কেটে যাবে। তার পরিচিতদের মধ্যে কেউ এমন থাকলে তাকেও সে স্বাভাবিকভাবে মেনে নিবে।
এই বর্ণগল্প ৬ এর প্রতিটি গল্পের ইলাস্ট্রেশনেও আনা হয়েছে ভিন্নতা ও নতুনত্ব। প্রতিটি গল্পের ইলাস্ট্রেশনই খুব কালারফুল। এবং প্রতি পাতায় পাতায় সিনেমার মতো নানা দৃশ্যের সমাহার করা হয়েছে। শিশুদের মনে হবে, তারা গল্পের বই নয়, বরং একটা এনিমেশন সিনেমা দেখছে।
তাই সন্তানের মধ্যে অল্প বয়স থেকেই অন্যর প্রতি সহানুভূতি তৈরি হবে, অন্য পেশা, অন্য রকম দেখতে, ভিন্ন ধরণের মানুষকে সে সম্মান করতে শিখবে। একই সাথে শক্তিশালী চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে।
এই সিরিজের তিনটি জাদুর মোমবাতি গল্পটি লিখেছেন তাহমিনা রহমান, টিয়ার নতুন বন্ধুগল্পটি লিখেছেন নৌশিন আফসানা ও থাকি মোরা মিলে মিশে, ধন্য আমার কৃষক বাবা,স্কুলে এলো দুর্দশা গল্পগুলো লিখেছেন ওয়ালিউল্লাহ ভূঁইয়া।
বর্ণগল্প ৬ সিরিজের বইগুলোর মোড়ক উন্মোচন করা হবে আগামী ১৫ ফেব্রুয়ারি, শনিবার, বিকেল ৪ টায় বইমেলার শিশু চত্বরে।
ওয়ালিউল্লাহ ভুঁইয়া বলেন “২০২১ সালে বাংলা ভাষায় গল্প তৈরিতে শুরু করি ‘বর্ণগল্প’ নামে একটা সিরিজের । ৯ খন্ডের এই সিরিজে বাংলা প্রতিটি অক্ষরকে ঘিরে একটা করে গল্পের বই তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত বর্ণগল্প ৬ পর্যন্ত প্রকাশ হয়েছে। ৯টি সিরিজের প্রতিটিতেই রয়েছে একটা মূল থিম যা শিশুদের নৈতিকতা, আত্মবিশ্বাস, সমস্যা সমাধানের দক্ষতা, ভালো আচরণ গড়ে তোলার উপর জোড় দেওয়া হয়েছে।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031