• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১২, ২০২৫
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই

দেশ বরেণ্য উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী, এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী (৮৩) আজ বুধবার (১২ মার্চ ২০২৫ ইং) সিংগাপুরের স্থানীয় সময় সকাল সাড়ে ৯ ঘটিকায় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশের শিল্প-বাণিজ্য বিকাশে সৈয়দ মঞ্জুর এলাহী বিশাল অবদান রেখে গেছেন। একজন সফল শিল্পোদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতি বিকাশে তার অসামান্য অবদান সবাই স্মরণ রাখবে। জীবনের শেষ দিন পর্যন্ত তার কর্মনিষ্ঠা, একাগ্রতা চিরস্মরণীয় হয়ে থাকবে।

পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে তাঁর অনেক বড় অবদান রয়েছে। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে এক্সচেঞ্জসহ পুঁজিবাজারের উন্নয়নে কাজ করে গেছেন। তিনি ডিএসই ট্রেক হোল্ডার কোম্পানি (ডিবিএ’র সদস্য) এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান ছিলেন।

সৈয়দ মঞ্জুর এলাহী-এর মৃত্যুতে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সংগে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।