• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

এমপিওভুক্তির দাবিতে জয়পুরহাটে শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমপিওভুক্তির দাবিতে জয়পুরহাটে শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান:

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে জয়পুরহাটে শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।

এসময় সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জিএম কিবরিয়া, সহসভাপতি আব্দুর রহিম, জিল্লুর রহমান, এসএম মো. মুনাওয়ার আলম, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে সেবা দিয়েও অনেক শিক্ষক কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতনবিহিন অবস্থায় রোগে শোকে ভুগে মৃত্যুবরণ করেছেন। প্রতিবছর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বৈষম্যের শিকার হচ্ছে। ফলে মানবেতরভাবে শিক্ষক কর্মচারীরা দিন যাপন করছে। নতুন বাংলাদেশের শিক্ষাবান্ধব সরকারকে আমাদের বঞ্চনা ও বৈষম্যের বিষয়টি বিবেচনা করে অনতিবিলম্বে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করণের জোর দাবি জানাচ্ছি।

পরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আক্‌তার চৌধুরী এর মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা নিকটে স্মারকলিপি জমা দেন শিক্ষক নেতারা।

জয়পুরহাটে প্রায় ৫০টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২৭ অংশিক এমপিও হলে ২৩টি এখনও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031