• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ঐক্যবদ্ধ ভাবে আগুন-সন্ত্রাসীদের মোকাবিলা করার উদ্যেগ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৪
ঐক্যবদ্ধ ভাবে আগুন-সন্ত্রাসীদের মোকাবিলা করার উদ্যেগ

সরকারবিরোধী যেকোনো সহিংস আন্দোলন, আগুন সন্ত্রাসীদের মোকাবিলা করার লক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছেন ঢাকা-৫ আসনের এমপি আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল। এতে ডেমরা-যাত্রাবাড়ী থানাধীন আওয়ামী লীগের ইউনিট নেতাদের আমন্ত্রন জানানো হয়।
রোববার বিকালে নিজ কার্যালয় কাঠেরপুলে ঘরোয়া ভাবে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস ঘটনা প্রতিরোধে আওয়ামী লীগ, ওয়ার্ড কাউন্সিলর ও সহযোগি সংগঠন সমুহের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১৪টি ওয়ার্ডের ১০১টি ইউনিট আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম। উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ বাবু, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনূর খান শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম সরোয়ার ও যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকার, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান জামিল রিপন। ইউনিট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুল আলম মানিক, আবুল কালাম, মহসীনুর রহমান জুয়েল,বেলায়েত হোসেন,ফয়সাল খান কবির, রাসেলুজ্জামান সুজন,আলাউদ্দিন, নাছির উদ্দিনসহ ১৪টি ওয়ার্ডের অন্তভুক্ত ইউনিটের সভাপতি ও সাধারন সম্পাদকগণ।
এ সময় উপস্থিত সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে সামনের দিনগুলোতে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন। একইসঙ্গে মতবিনিময় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, ঢাকা-৫ নির্বাচনী এলাকার সকল মসজিদের ঈমামগন সরকারি ঘোষণা ব্যতিরেকে অযাচিত হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় এমন কোন বক্তব্য প্রদান থেকে বিরত থাকবে, মসজিদে কোন অচেনা সন্দেহভাজন বা আত্মীয় পরিচয়ে আশ্রয় বা অবস্থান করতে দেওয়া যাবে না। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে সকল শিক্ষার্থীদের সংযত থেকে পড়াশুনায় মনোযোগী হতে পিতা-মাতাসহ সকলকে অনুরোধ জানানো হয়। রাষ্ট্রের বিরুদ্ধে কোন প্রকার কার্যকলাপ হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানাকে অবহিত করার অনুরোধ করা হয়। কোটা আন্দোলন ঘিরে ঘটা সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে যাত্রাবাড়ীর কুতুবখালী-শনিরআখড়া-রায়েরবাগ ও সাইনবোর্ড এলাকায় নামতে পারেনি আওয়ামী লীগ। এরপর থেকে দলে ঐক্য ফেরাতে থানা-ওয়ার্ড নেতাকর্মী ও দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল। এ সময় আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল বলেন, কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। তিনি বলেন, দেশে এখন শান্তি-শৃঙ্খলা বিরাজ করলেও বিএনপি-জামায়াত ঘাপটি মেরে বসে থেকে আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আন্দোলনে যুক্ত বিএনপি-জামায়াতের নেতাদের চিহ্নিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সজল।

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031