• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

“কত সাধনার পরে এমন ভাগ্য মেলে”যে মাটিতে বিশ্বরঙের জন্ম ,সেই মাটিতেই ৩০ বছর উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪
“কত সাধনার পরে এমন ভাগ্য মেলে”যে মাটিতে বিশ্বরঙের জন্ম ,সেই মাটিতেই ৩০ বছর উদযাপন

বিশ্বরঙ এর ৩০বছর উদযাপন হলো গতকাল ২০ ডিসেম্বর,বিকেলে শাহবাগ চারুকলা ইনস্টিটিউ এর একদম ঘরোয়া পরিবেশে। বিশ্বরঙ জন্ম লগ্নে শেকরের সাথে সম্পৃক্ত সেই সকল আমার জীবনের মহামানবের মত যারা এসেছিলেন, গত ৩০ থেকে ৩৫ বছর ধরে এখনো আছেন… তাদের নিয়ে। আমার তীর্থভূমি ,একজন অতি সাধারণ বিপ্লব সাহার, দ্বিতীয় জন্মস্থান , প্রকৃত শিল্পী এবং শিল্পী জন্মস্থান চারুকলা ইনস্টিটিউটের মাটিতে , যে চারুকলার প্রকৃতি, মাটি এবং আবহাওয়ায় ১৯৯৪ সালে, একান্তই খেলার চলে সৃষ্টি হয়েছিল বিশ্বরঙের।
২০২৪ সালে বিশ্বরঙ পরিবারের সৃষ্ট উদ্যোক্তা ভূমি প্ল্যাটফর্মে ৩০ জন উদ্যোক্তাদের সঙ্গে করে বিশ্বরঙ এর ৩০ বছর উৎসবটি পালন করা হলো। ভালোবাসার টানে ছুটে এসেছিলেন ,শুভেচ্ছা জানাতে ,একটু আনন্দ করতে, বিশ্বরঙ পরিবারের অন্যতম সকল সম্মানিত ক্রেতা ভক্ত শুভানুধ্যায়ী এবং সদস্যরা। যারা উপস্থিত হয়েছিলেন, অনেক সময় আপনাদের ব্যস্ততার কারণে যেটুকু সময় দেয়ার উচিত ছিল ঠিক ততটা সময় দিতে পারিনি। সবাই দয়া করে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আসতে পারেননি ,দূর থেকে শুভকামনা জানিয়েছেন, টেলিফোন করে অথবা সোশ্যাল মিডিয়াতে ,তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা ,শ্রদ্ধা,। বিশ্বরঙের জন্য, এমন অনেক অগণিত শ্রদ্ধাভাজন ছিলেন, যারা আমাদের ছেড়ে পরপারে পারে চলে গেছেন। তাদের আমরা প্রতিনিয়ত স্মরণ করি, এবং অশেষ কৃতজ্ঞতা জানাই।
আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটে জয়নুল গ্যালারিতে চলছে ৩০ জন উদ্যোক্তার বিশেষ আয়োজন নিয়ে বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি শীতের হাওয়া প্রদর্শনী। সকাল থেকে রাত আটটা পর্যন্ত। সবাই চলে আসবেন।
সবশেষে আবারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা-বিশ্বরঙ পরিবারের জন্য প্রার্থনা করবেন !

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728