• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কয়রায় ৯০ পিচ ইয়াবাসহ আটক ২

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রায় ৯০ পিচ ইয়াবাসহ ২যুবককে আটক করেছে কয়রা থানা পুলিশ।

১৫ ফেব্রুয়ারী শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমাদী ইউনিয়নের চাঁদালী ব্রীজের উপর থেকে ৯০ পিচ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে। কয়রা থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মনিরুল ইসলাম ও এএসআই নাসির উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা কৃতরা হলো উপজেলার মহারাজপুর ইউনিয়নের আটরা গ্রামের নুর মোহাম্মদ খাঁর ছেলে রাজু খাঁ ও গোবিন্দপুর গ্রামের সাইদুর রহমান গাজীর ছেলে মুজাহিদ গাজী।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।