• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কাশ্মীরে সেনা টহল দিচ্ছেন পদ্ম ভূষণ লেঃ কর্নেল ধোনী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯
কাশ্মীরে সেনা টহল দিচ্ছেন পদ্ম ভূষণ লেঃ কর্নেল ধোনী

ভারতের কাশ্মীরে দেশ সেবায় নিয়োজিত সেনা সদস্যদের সাথে কাজ করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধনি।

২০১১ সালের নভেম্বরে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক লেফটেন্যান্ট কর্নেল খেতাব পান ধোনি। এরপর ২০১৬ সালে ভারত সরকার কর্তৃক রাষ্ট্রের তৃতীয় সবোচ্চ সম্মাননা “পদ্ম ভূষণ” খেতাবে ভূষিত হন ধোনী। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর টিম ইন্ডিয়া যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় সেখানে দল থেকে নিজের নাম প্রত্যহার করে সেনাবাহিনীর কাজ করে রাষ্ট্রীয় সেনাদের মোটিভেশন দিতে ধোনি যোগ দেন সেনা নিবাসে। গত বুধবার থেকে কাশ্মীরে একজন সাধারন সেনা প্রটোকল নিয়ে ডিউটি করে যাচ্ছেন। যেখানে তার জীবনের ঝুঁকি আর দশজন সাধারন সেনার মতই।