বুধবার,১৩ ডিসেম্বর, ২০২৩ ইং,কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মেয়র আরফানুল কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এরই মধ্যে ৬ ডিসেম্বর থেকে তাঁর পাকস্থলীতে সমস্যা দেখা দেয়। একই সঙ্গে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। গত রোববার বিকেল পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আজ সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।