• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লা সেনানিবাসে জুলাই গনঅভ্যুত্থানে আহতদের সম্মানে আয়োজিত ইফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫
কুমিল্লা সেনানিবাসে জুলাই গনঅভ্যুত্থানে আহতদের সম্মানে আয়োজিত ইফতার

ঢাকা, ২৪ মার্চ ২০২৫ (সোমবার): বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানে আহতদের সম্মানে গতকাল (২৩ মার্চ ২০২৫) কুমিল্লা সেনানিবাসে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া উপস্থিত থেকে আহতদের সাথে কুশল বিনিময়, বিশেষ দোয়া এবং ইফতারে অংশগ্রহণ করেন। মহতি এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪২১৫ জন আহত ছাত্র-জনতা সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। কুমিল্লা সিএমএইচেও সর্বমোট ৬৩ জন এই চিকিৎসা সহায়তা পেয়েছেন যাদের মধ্যে ০২ জন এই মহূর্তে চিকিৎসাধীন রয়েছেন।