বিশেষ প্রতিনিধি :: পথের ধারে বসতি, যেখানে যা পায় তাই খেয়ে জীবন ধারন করা যাদের পেশা। স্টেশনে কলোনিতে থাকা। সেই সকল পথশিশুদের কে আলোর পথে ফিরিয়ে আনতে শুরু হয় আলোর পাঠশালা। কুলাউড়া রেলওয়ে স্টেশনের পথ শিশুদের নিয়ে গত বছর শুরু হয় সেই শিক্ষা দানের প্রতিষ্ঠান। সাহসী, শিক্ষিত কয়েকজন তরুন ছাত্র মিলে গড়ে ওঠা সেই প্রতিষ্ঠানে আলোর পথ দেখতে শুরু করেছিল অবহেলিত বস্তি, স্টেশনের কলোনির অনেক শিশুরা। কিন্তু করোনার কারনে বন্ধ হয়ে যাওয়া সেই আলোর পাঠশালায় আবারও আলোর পথ দেখতে শুরু করেছে তারা।
গতকাল শুক্রবার কুলাউড়া রেলওয়ে স্টেশনে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ১ম বর্ষ পূর্তি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলোর পাঠশালার মুখপাত্র আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল মাসুম, সোস্যাল কেয়ার অব নেশন এর আহমেদ সোহেল, হুমায়ুন শাহান, সুহেল আহমদ,ইয়াছিনুর রহমান নাঈম
ফজলু মিয়া, আবু বক্কর, হুসাইন আহমদ, রাজন আহমদ, মনির হোসেন, রুবেল আহমদ সুমন আহমদ, রাহী, প্রিতি, মাহফুজ নাঈম উপস্থিত ছিলেন।
হাকালুকি/বেলাল