• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

স্টাফ রিপোর্টার :: কুলাউড়ায় সৈয়দ তারেক উদ্দিন নামে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ীর পরিবার। প্রকাশ্যে ব্যবসায়ীকে দিনের বেলা এভাবে অস্র দিয়ে কোপানোর খবরে পুরো স্থানীয় এলাকার মানুষ অাতংকের মধ্যে রয়েছেন।

থানার অভিযোগ সুত্রমতে, পূর্ব শত্রুতার জের ধরে রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নর্তন গ্রামের আকবর আলী সোহাগের ছেলে রায়হান মিয়া (৩০) সাহান মিয়া (২৫)
ফারহান মিয়া (২০) নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটায়। শনিবার সকাল ৯টার দিকে আমতলা বাজারে সন্ত্রাসীরা লোহার রড, জুলপি, চাকু, ও লাঠি নিয়ে সন্ত্রাসী কায়দায় একই ইউনিয়নের তারেক ভেরাইটিজ স্টোরের স্বাধিকারীর দোকানে ভিতর জোরপূর্বক প্রবেশ করে তারেক উদ্দিনকে কোপাতে থাকে । এসময় সন্ত্রাসী রায়হান তার হাতে থাকা রামদা দিয়ে তারেকের মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীদের এলোপাতাড়ি কুপে তারেকের বাম হাতের কবজি কেটে রক্তাক্ত করে। হামলার সময় দোকানঘর ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি ও ক্যাশে থাকা নগদ ১লক্ষ ৬৪ হাজার টাকা
জোরপূর্বক ছিনিয়ে নিয়ে। ঘটনার সময় তারেকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের কবল থেকে তাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করে। পরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তারেককে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ হামলার ঘটনায় পালগ্রামের ফারুক মিয়ার ছেলে শিপু মিয়া (২২) ইফু মিয়া, রাসেল মিয়া (২৮), শিমুল মিয়াসহ আরও জড়িত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামীলীগ নেতা আকবর আলীর ইন্ধনে এলাকায় হামলা, অসহায় মানুষকে অহেতুক হয়রানি মামলা ও জেল কাটানোর হুমকি, কিশোর গ্যাং অপরাধসহ নানা কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এই সন্ত্রাসী হামলার ঘটনায় আহত সৈয়দ তারেক উদ্দিনের মা রেহানা বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দিয়েছেন। পাশাপাশি তিনি এই হামলার ঘটনা তদন্ত সাপেক্ষে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

এবিষয়ে আকবর আলী সোহাগের কাছে জানতে চাইলে ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় জড়িত আসামী ধরতে পুলিশ তৎপর রয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ দায়িত্বপালন করছে।

হাকালুকি/বিএল

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930