কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার এর সভাপতিতে আনন্দ শুভযাত্রা শুরু করেন
শুভ যাত্রার আগে তিনি বক্তব্য বলেন।
বাংলা নববর্ষের শুভেচ্ছা,গাহিন ভালবাসার জয় গান, মূলে সকল মানুষ জাতি, সকলে আদম সন্তান।
এসো হে নবীন, বাজুক অমৃত বাঁশি,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসি।
শুভ নববর্ষ, আজি হৃদয়ে জাগে আহ্বান,
অধিকার হোক অক্ষুণ্ণ, থাকুক সবার মান।
নব প্রভাতের আলোয় ঝলমল ধরা,
ঘুচে যাক ভেদবুদ্ধি, হোক বন্ধন গড়া।
মানুষের মর্যাদা উঠুক জেগে আজি,
সবারই সম্মান রবে, হোক সবাই রাজি।
পথ একটাই, মোরা যাত্রী সবাই,
সবার জীবন হোক ধন্য আলোকের ছোঁয়াই।
অন্যায় অবিচার হোক দূরীভূত,
ন্যায়নীতি হোক বলবৎ, এটাই হোক শপথ ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান ভাই ভাই,
এক মায়ের সন্তান, ভেদাভেদ নাহি চাই।
প্রীতির বন্ধনে বাঁধি সারা দেশ,
হোক সম্প্রীতি অক্ষত, দূর হোক হিংসা- বিদ্বেষ।
ক্ষুদ্র নৃগোষ্ঠীরও থাকুক অধিকার,
সংস্কৃতি ঐতিহ্য হোক অমলিন আর।
বৈচিত্র্যের মাঝে যেন ঐক্য রয়,
হোক ঐতিহ্য অম্লান, সারা বিশ্বময়।
নারী পুরুষ নির্বিশেষে মর্যাদা পাক,
অধিকার আদায়ে সবে নির্ভীক থাক।
ভেঙে যাক শৃঙ্খল, ঘুচে যাক ভয়,
হোক নারী মুক্তি ধ্রুব, এই কামনা রয়।
শ্রমজীবী মানুষেরা বাঁচুক স্বমহিমায়,
তাদের কষ্টের যেন ন্যায্য দাম পায়।
দারিদ্রের অভিশাপ হোক দূরীভূত,
গাহি জীবনের জয় গান, হয়ে একীভূত।
প্রতিবন্ধী ভাই বোন ফেলুক নির্ভরতার শ্বাস,
সহানুভূতির পরশে জুড়াক দীর্ঘশ্বাস।
সমান সুযোগ পাক জীবনে চলার,
হোক তাদেরও উত্থান, হোক প্রতিজ্ঞা সবার ।
শিশুদের ভবিষ্যৎ হোক আলোকময়,
শিক্ষা আর ভালোবাসায় জীবন হোক জয়।
নিরাপদ হোক তাদের পথ চলা,
হোক সুন্দর শৈশব, এটাই হোক বলা।
প্রবীণরা যেন পায় সম্মান ও আশ্রয়,
তাদের অভিজ্ঞতা দিক পথের পরিচয়।
শ্রদ্ধা আর যত্নে কাটুক জীবন,
হোক শান্তির নিবাস, এই আকুল নিবেদন।
নব বর্ষে এই হোক আমাদের পণ,
সকলের অধিকারে রবে অটুট মন।
গড়ি এক সুন্দর সাম্যের সমাজ,
হোক সম-অধিকার সুমহান, বিশ্বময় আজ।
এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে,। কর্মসূচির মধ্যে আনন্দ র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান। কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম, মিডিয়া ক্লাবের সভাপতি সমেরন্দ্র বিশ্ব শর্মা, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সাবেরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান বাঙালি, উপস্থিত ছিলেন।