• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় ব্যাংকের গঠন করা টাস্কফোর্স ঋণগ্রহীতা নিয়ে কাজ করবে

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪
কেন্দ্রীয় ব্যাংকের গঠন করা টাস্কফোর্স ঋণগ্রহীতা নিয়ে কাজ করবে

বড় ঋণগ্রহীতা নিয়ে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংকের গঠন করা টাস্কফোর্স। ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের ১৪ কর্মকর্তাকে দুর্দশায় থাকা ব্যাংকগুলো পরিদর্শনে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বিদেশি কয়েকজন পরিদর্শক নিয়োগের মাধ্যমে টাস্কফোর্স কার্যক্রম শুরু করবে। ইসলামী ব্যাংকসহ ৯টি ব্যাংকে কার্যক্রম চালাবে টাস্কফোর্স। এসব ব্যাংক থেকে বড় ঋণগ্রহীতা নামে-বেনামে যে অর্থ বের করে নিয়ে গেছে, তা নিরূপণ করা হবে। এই অর্থ বাইরে গেলে তা কীভাবে ফিরিয়ে আনা হবে, তা নিয়েও কাজ করবে টাস্কফোর্স। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন গভর্নর ড. আহসানি এইচ মনসুর। এদিন টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর বলেন, টাস্কফোর্স মূলত তিনটি বিষয়ে কাজ করবে। প্রথমত ব্যাংকগুলোর ক্ষতিগ্রস্ত সম্পদ নির্ণয় করবে। এরপর ব্যাংকগুলোর সম্পদ কোথায় আছে তা চিহ্নিত করবে। এরপর ওই সম্পদ পুনরুদ্ধারে কাজ করবে। এ ক্ষেত্রে প্রথম ধাপে বাংলাদেশ ব্যাংক থেকে ১৪ জন কর্মকর্তাকে তিনভাগে বিভক্ত করে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে দুই গ্রুপে চারজন করে কর্মকর্তা থাকবেন। আর অন্য গ্রুপে রয়েছেন ছয়জন। এ ক্ষেত্রে ইসলামী ব্যাংক বড় ব্যাংক হওয়ায় পরির্দশনের দায়িত্বে থাকবেন ছয়জন কর্মকর্তা। পাশাপাশি নিরীক্ষক প্রতিষ্ঠান ও বিদেশি নিরীক্ষকদের যুক্ত করা হবে। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগীরা অর্থ সহায়তা দেবে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031