• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

গর্ভবতী ও নবজাতক মায়েদের জন্য ‘নিউ মম একাডেমি’ নিয়ে আসছে ডেটল ও প্যারেন্টিং অ্যাপ টগুমগু

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১২, ২০২৪
গর্ভবতী ও নবজাতক মায়েদের জন্য ‘নিউ মম একাডেমি’ নিয়ে আসছে ডেটল ও প্যারেন্টিং অ্যাপ টগুমগু

দেশের নেতৃস্থানীয় হাইজিন ও হাউজহোল্ড ব্র্যান্ড ডেটল এবং বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যাবহৃত প্যারেন্টিং অ্যাপ টগুমগু এখন থেকে মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় তথ্য ও প্রয়োজনীয় সেবা সম্পর্কে জানাতে একসাথে কাজ করবে ।
গর্ভবতী ও নবজাতক শিশুর মায়েদের জন্য ‘নিউ মম একাডেমি’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। এই
প্ল্যাটফর্মের মাধ্যমে গর্ভবতী এবং নবজাতক মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য, স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কিত নানা তথ্য ও ভিডিও দেবে। এগুলো একই সাথে টগুমগু প্যারেন্টিং অ্যাপেও থাকবে।
গতকাল গুলশানে রেকিটের কর্পোরেট অফিসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্ত ও টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশাল গুপ্তা বলেন, ” নতুন মা-বাবারা যাতে প্রয়োজনীয় তথ্য, সেবা ও পণ্য সম্পর্কে জানাতে পারে এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে পারে সে লক্ষ্যে টগুমগু’র সাথে আমাদের পার্টনারশিপ করেছি। ” টগুমগুর সিইও ড. নাজমুল আরেফিন বলেন, “টগুমগু থেকে অভিভাবকরা তাদের সন্তানের বয়স উপযোগী নানা তথ্য ও সেবা পেয়ে থাকে। ডেটলের সাথে এই পার্টনারশিপ আমাদের প্যারেন্টিং অ্যাপকে বাংলাদেশের আরও অনেক মায়েদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।“ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেকিট বেনকিজার বাংলাদেশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র মার্কেটিং ম্যানেজার ও হেড অফ পার্টনারশিপ, জিয়া উদ্দিন, পরিচালক, সাপ্লাই চেইন, নুমায়া জায়েদ, কমার্শিয়াল এইচআর হেড, অরিত্র ব্যানার্জি, অর্থ পরিচালক, মোঃ বশির উল আমিন আলভী, ব্র্যান্ড ম্যানেজার এবং মোঃ রাকিব উদ্দিন, ম্যানেজার, এক্সটারনাল এফেয়ার্স।
অনুষ্ঠানে টগুমগুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর ওয়ালিউল্লাহ ভূঁইয়া, এবং কনটেন্ট অ্যান্ড ট্রেনিং-এর ভিপি তাহমিনা রহমান ।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930