• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯
‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া বোয়িং (৭৮৭-৮) ড্রিমলাইনার গাঙচিল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২২ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক গাঙচিলের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘গাঙচিল যেন ডানা মেলে উড়তে পারে ভালোবাবে। সবাই যত্ন নেবেন।’

জানা যায়, আজ বিকেল ৫টায় যাত্রী নিয়ে আবুধাবির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে উড়োজাহাজটির। এর আগে গতকাল বুধবার বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সমকালকে বলেন, ‘এই উড়োজাহাজ দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।’

এ ব্যাপারে বিমান কর্মকর্তারা জানান, গত ২৫ জুলাই উড়োজাহাজটি সিয়াটল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ‘গাঙচিল’ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল তিনটিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘গাঙচিল’।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031