সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ব বিখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড লেনোভো ইন্টেল ১৩ প্রজন্মের ৫ টি আলাদা আলাদা সিরিজের মোট ১৩ টি ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে আসার ঘোষণা করলো লেনোভার অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড।
উল্লেখিত ৫ টি সিরিজ এর মধ্যে রয়েছে Ideapad slim 5i/Pro 5i,Ideapad Flex 5i,LoQ Gaming,Legion Gaming,
Yoga(Yoga 6i,Yoga pro 7i,Yoga 9i)
প্রতিনিয়ত প্রযুক্তিগত পরিবর্তনের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ব্যবহারকারীদের সময় উপযোগী প্রয়োজন মেটাতে উক্ত ল্যাপটপ গুলিতে কি কি প্রযুক্তিগত পরিবর্তন এবং সংযোজন করা হয়েছে এই ব্যাপারে বিস্তারিত সাংবাদিকদের কে অবহিত করেন গ্লোবাল ব্র্যান্ডের লেনোভো বিজনেস হেড জনাব,রেজাউল করিম তুহিন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব,জসীমউদ্দিন খন্দকার,হেড অফ চ্যানেল সেলস সমীর কুমার দাস এবং জেনারেল ম্যানেজার জনাব কামরুজ্জামান সহ আরো উধর্ধতন কর্মকর্তা বৃন্দ।
উপরে উল্লেখিত ৫ টি সিরিজের ল্যাপটপের প্রতিটি সিরিজেই রয়েছে ভিন্ন কাজের জন্য ভিন্ন স্পেশালিটি। সংক্ষিপ্ত ভাবে সেগুলোর বিবরণ নিচে বর্ণনা করা হলোঃ
IdeaPad Slim 5i এই সিরিজ হল Lenovo ব্র্যান্ডের স্লিক এবং ভার্সাটাইল ল্যাপটপের একটি লাইনআপ যেগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে প্রোডাক্টিভিটি এবং দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য। একই সাথে এটি affordable, light weight and stylish একটি সিরিজ। বিশেষ এসব বৈশিষ্টের কারনে এই সিরিজের ল্যাপটপ গুলো University Students এবং Corporate Professionals দের জন্য হতে পারে একটি আদর্শনীয় ল্যাপটপ। এই সিরিজের ল্যাপটপ গুলো 13th Generation intel Core i7 দিয়ে মোট ২ টি ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। ল্যাপটপ গুলো ১৬ ইঞ্চি TUV low Blue Light ডিস্প্রে এবং মিলিটারী গ্রেড টেস্টেড হয়ে থাকে। এই সিরিজের ল্যাপটপ গুলোর দাম ১,৪০,০০০ টাকা থেকে শুরু করে ১,৭৫,০০০ টাকা পর্যন্ত।
Ideapad Flex 5i series এর ল্যাপটপ গুলো টাচ এবং ৩৬০ ডিগ্রি রোটেবল ডিস্প্রে সমন্ধিত। আর্কিটেক্ট ডিজাইন, ফ্যাশান ডিজাইন প্রফেশনালদের জন্য এটি পছন্দনীয় একটি ল্যাপটপ সিরিজ। এছাড়া সাধারন ব্যবহারকারী দের জন্য ও এটি একটি আকর্ষণীয় ল্যাপটপ। টাচ ফাংশান ব্যাবহারের সুবিধার্থে একটি ডিজিটাল পেন বা স্টাইলাস দেয়া থাকে এই সিরিজের ল্যাপটপ গুলোতে। এই সিরিজের ল্যাপটপগুলো ইন্টেল 13th Generation i5, i7 দিয়ে মোট দুটি ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। ল্যাপটপ গুলো ১৪ ইঞ্চি TUV Low Blue Light Display দিয়ে পাওয়া যাচ্ছে। দাম ১২৮,০০০ টাকা থেকে- ১৬০,০০০ টাকা পর্যন্ত।
LOQ & Legion Series (গেমিং সিরিজ)
এই সিরিজের ল্যাপটপ গুলো গেমারস এবং কন্টেন্ট ক্রিয়েটরস দের জন্য স্পেশালী তৈরী করা হয়েছে। এর মধ্যে LOQ সিরিজটি 13 Generation এর Core i5 ও i7 প্রসেসর দিয়ে এভ্যেলেবল। মডেল ভেদে এই ল্যাপটপ গুলো NVIDIA SF RTX ৩০৫০ এর 6 গেগাবাইট, NVIDIA SF RTX ৪০৫০ এর 6 গিগাবাইট এবং SF RTX ৪০৬০ এর ৪ গেগাবাইট গ্রাফিক্স কার্ড সহ ১৫.৬” ডিস্প্রে দিয়ে মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে। ল্যাপটপ গুলোর দাম ১,৪৮,০০০ টাকা থেকে ১,৯০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
Legion Series টি Legion Pro Si এবং Legion Slim 7i এর দুটি ভিন্ন মডেলে এভ্যেলেবল রয়েছে। এই ল্যাপটপ গুলো ১৬” TUV Low Blue light display এবং intel 13th Core i7 দিয়ে পাওয়া যাচ্ছে। মডেল ভেদে ল্যাপটপ গুলো NVIDIA GF RTX ৪০৬০ এর ৮ গিগাবাইট ও NVIDIA GF RTX ৪০৭০ এর ৮ গেগাবাইট দিয়ে পাওয়া যাচ্ছে। দাম ২,৭৩,০০০ থেকে ২, ৮৮,০০০ টাকা পর্যন্ত।
Yoga সিরিজের ল্যাপটপ গুলো আল্ট্রাথিন এবং লাইট ওয়েট হয়ে থাকে। ল্যাপটপ গুলো ইন্টেল ইভো প্লাটফর্মের, যেটা 13th Gen Core i7 প্রসেসর দিয়ে এভ্যেলেবেল। Yoga series এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ল্যাপটপ গুলো তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফাংশান ব্যবহার করা যায় এবং এটি মিলিটারী গ্রেড (MIL-STI-810H) পরিক্ষিত। Yoga Silm 6i, Yoga Pro 7%, এবং Yoga 9i এই তিনটি মডেলে ল্যাপটপ গুলো পাওয়া যাচ্ছে। মডেল ভেদে ল্যাপটপ গুলো ১৪ ইঞ্চি এবং ১৪.৫ ইঞ্চি OLED ও ২.৫ কে TUV Blue low light display দিয়ে পাওয়া যাচ্ছে।
এদের মধ্যে Yoga 9i ল্যাপটপ টি Touch এবং ৩৬০ ডিগ্রী ডিস্প্রে সমন্ধিত। এই ল্যাপটপ টির সাথে একটি ডিজিটাল পেন বা স্টাইলাস দেওয়া থাকে যা টাচ ফাংশান কে আরো সহজ এবং নিখুত করে তোলে। Yoga series এর ল্যাপটপ গুলোর দাম ১৬,৫০০০ হাজার টাকা থেকে ২,৬৮,০০০ টাকা পর্যন্ত।