• ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় মিধিলি এ ডুবে যাওয়া বাংলাদেশী ফিশিং ট্রলার “মোহনা”এর ০১ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৩
ঘূর্ণিঝড় মিধিলি এ ডুবে যাওয়া বাংলাদেশী ফিশিং ট্রলার “মোহনা”এর ০১ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।

শনিবার (২৫ নভেম্বর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় “মিধিলি” এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করা ০১ বাংলাদেশী জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলের নাম হারনাথ পাল (৫০) এবং তিনি কক্সবাজার জেলার বিবিরখীল গ্রামের বাসিন্দা। গত ০৫ নভেম্বর ২০২৩ কক্সবাজারের বাশঁখালী এলাকা হতে এফবি মোহনা নামক ফিশিং বোটটি ১৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং গত ১৭ নভেম্বর ২০২৩ তাদের ফিশিং বোটটি বঙ্গপোসাগরে ডুবে যায়। অতঃপর সে ডুবন্ত বোটের জেরিকেন ধরে গত ২১ নভেম্বর ২০২৩, প্রায় ০৫ দিন পর্যন্ত সমুদ্রে ভেসে ছিল। এসময় তার সঙ্গীয় অন্যান্য জেলেরা সমুদ্রে হারিয়ে যায়, যারা এখন পযন্ত নিখোঁজ রয়েছে। পরবর্তীতে একটি ভারতীয় ফিসিং ট্রলার “নরেন্দ্র-২” ভারতীয় উপকূলের পারাদ্বীপ হতে ৭০ মাইল দক্ষিণ হতে তাকে উদ্ধার করে এবং গত ২৩ নভেম্বর ২০২৩ ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ICGS BHARAT এর নিকট হস্তান্তর করে। এরই ধারাবাহিকতায় ভারতীয় কোস্ট গার্ড গত ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার বেলা ১৫০০ ঘটিকায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে ICGS BHARAT কর্তৃক বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা এর নিকট হস্তান্তর করে। উক্ত জাহাজ কর্তৃক জেলেকে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা প্রদান করেছে এবং বর্তমানে সে শারিরীকভাবে সুস্থ আছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে, উদ্ধরকৃত জেলেকে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি বেইস মংলা এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংলা জনাব দিপঙ্কর দাস এর নিকট হস্তান্তর করা হয়।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031