টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে আফগানিস্তান। চট্টগ্রামে বাংলাদেশকে লজ্জায় ফেলে একমাত্র টেস্টটি ২২৪ রানে জিতেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। জয়ের জন্য আজ আফগানদের প্রয়োজন ছিলো ৪ উইকেট। ওদিকে ম্যাচ বাচাতে পুরো দিন কাটিয়ে দেওয়া ছাড়া অন্য কোন উপায় ছিলোনা বাংলাদেশের সামনে৷ চট্টগ্রামে দিনের শুরুটা হয়েছিল বৃষ্টিস্নাত। টানা বর্ষনের কারনে প্রথম সেশনে খেলা হয়নি একটি বলও।
দুপুর ১ টায় খেলা শুরু হলেও তা ওভারতিনেকের বছর বেশি মাঠে গড়ায়নি। গুড়িগুড়ি বৃষ্টির পর বিকাল ৪ঃ২০ আবার খেলা শুরু হয়। সিদ্ধান্ত হয় শেষ সেশনে খেলা হবে ১৯ ওভার। খেলা শুরুর প্রথম বলেই বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক সাকিন আল হাসান। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ১৭৩ রানে অল-আউট হয় টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন সাকিব। ৪৯ রানে ৬ উইকেট নেন আফগান অধিনায়ক রশিদ খান। ম্যান অফ দ্যা ম্যাচও নির্বাচিত হন তিনি। লজ্জার এই হারের পর সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন উঠেছে। দল নির্বাচন নিয়েও রয়েছে অসন্তোষ। টেস্ট ক্রিকেটের নবীনতম দলের বিপক্ষে হারের পর প্রশ্ন উঠছে, তবে কি এখনো টেস্ট খেলা শিখছে বাংলাদেশ?
হাকালুকিডটনেট/জেএম/১০সেপ