• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শাহ আমানাত সেতু এলাকায় পুলিশের সাথে কোটাসংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪
চট্টগ্রামে শাহ আমানাত সেতু এলাকায় পুলিশের সাথে কোটাসংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ

বন্দরনগরী চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনরত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ (সর্বাত্মক অবরোধ) কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভের একপর্যায়ে পুলিশ তাঁদের ওপর চড়াও হয় এবং টিয়ার শেল নিক্ষেপ করে।

সকাল ১০ টা ৫০ মিনিটে পুলিশ কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। জবাবে শিক্ষার্থীরাও ইট ছুড়ে মারেন।
এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। টিয়ার শেলের ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও তাঁরা তাদের দাবীতে অনড় এবং অবস্থান কর্মসূচী ও সাটডাউন পালন করছেন।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031