চট্টগ্রামে সোনার ব্যবসায়ী হত্যা এবং নোয়াখালীতে নৈশপ্রহরীকে হত্যা করে সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর আজ এক বিবৃতিতে দুটি ঘটনায় দায়ীদের চিহ্নিত ও আইনের আওতায় আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপিকে বিশেষ ধন্যবাদ জানান।উল্লেখ্য, গত ২৮ নভেম্বর-২০২৩ চট্টগ্রামে সোনার ব্যবসায়ী সুমন সাহাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর পরই পুলিশ তৎপর হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় হত্যার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।
এছাড়া গত ০১ ডিসেম্বর-২০২৩ শুক্রবার ভোরে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে দুটি সোনার দোকানের ডাকাতি সংঘটিত হয়। এরই মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন নোয়াখালী পুলিশ। এ ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় নোয়াখালীর পুলিশ সুপারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বাজুস প্রেসিডেন্ট।
দুটি ঘটনায় পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সারা দেশের জুয়েলারী প্রতিষ্ঠান ও সোনার ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।