রাজধানী ঢাকার বিজয় নগরে, কাকরাইল ভিআইপি রোডের মুখেই একটি চশমা শো-রুম রয়েছে। সব ধরণের নামকরা ব্র্যান্ডের সানগ্লাস, চশমা ফ্রেম এবং লেন্স সুলভ মূল্যে, নির্ভরযোগ্য রূপে পাওয়া যায় সেখানে, নাম: অপটিক্যাল এক্সপ্রেস। ২০১৪ থেকে সুনামের সাথে ব্যবসা করে এ বছর ১০ এ পা দিল শো-রুমটি। বিশ্ববিখ্যাত রে-ব্যান, গুচ্চি, পুলিশ, ভোগ, রোলেক্স, কার্টিয়ার, ওমেগা’র সমস্ত ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এর জেন্টস ও লেডিস সানগ্লাস ফ্রেম পর্যাপ্ত পরিমাণে এখানে সংগ্রহে রয়েছে৷ একই সাথে কিডস সানগ্লাস কালেকশন বিশেষ উল্লেখযোগ্য। পাশাপাশি, জেইস লেন্স এবং অন্যান্য সেরা সব লেন্স অপটিক্যাল এক্সপ্রেসে সুলভ দামে পাওয়া যায়। বিক্রয়ত্তোর সেবা সহ সব ধরণের ফ্রি সার্ভিস প্রদান করে শো-রুমটি। অথেন্টিক, অরিজিনাল এবং বিলাসবহুল নতুন সব আইটেম সহ নিত্য প্রয়োজনীয় ফ্রেম ও লেন্স এখানে পাওয়া যায়। অপটিক্যাল এক্সপ্রেসের কর্ণধার মো: ইব্রাহিম এর সাথে কথা হয়, তিনি তখন জানান- “দশ বছর ধরে এই পেশায় আছি৷ চশমা জগতের এ টু জেড চশমা ও আনুষঙ্গিক এক্সেসরিজ আমরা এখান থেকে সম্মানিত ক্রেতাদের সরবরাহ করি। বরেণ্য সব ব্র্যান্ডের অথেনটিক ও ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট রয়েছে আমাদের৷ এমন অনেক ফ্রেম রয়েছে, যেগুলোর কালার লাইফটাইম গ্যারান্টী। কয়েক প্রজন্ম ব্যবহার করতে পারে একই চেহারায়। এটি শুধুমাত্র সম্ভব আমাদের ব্র্যান্ড পণ্যগুলোর ক্ষেত্রেই।”
উল্লেখ্য, বিক্রয় লভ্যাংশ থেকে কিছু অংশ মানবিক কাজে, জনসেবায় বছরান্তে ব্যয় করা হয়। এ কাজটি বহুবছর ধরে করে আসছেন মো: ইব্রাহিম। অপটিক্যাল এক্সপ্রেস এর অবস্থান- ৩৮, ভিআইপি রোড, কাকরাইল মোড়, ঢাকা। ফেসবুক পেজে প্রোডাক্ট এর আপডেট পাওয়া যাবে : https://www.facebook.com/share/14mcbjBLpzz/