ছাত্র আন্দোলনে আহতদের চোখ পরীক্ষা করলো চীনা ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল
ছাত্র আন্দোলনে আহতদের চোখ পরীক্ষা করলো চীনা ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি ৪২ জন রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছে চীনা প্রতিনিধি দল। এ সময় আহতদের চিকিৎসার সুযোগ-সুবিধার বিষয়েও তথ্য নেন তারা। সময় ও সুযোগ পেলে আহত সকলকে চিকিৎসা দেবে চীনা বিশেষজ্ঞরা। আহতদের কাউকে দেশের বাইরে নিতে হলে তার প্রস্তুতিও রয়েছে তাদের। এ সময় দলের সাথে থাকা চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং বলেন, আমাদের চিকিৎসসকরা আহতদের দেখতে এসেছেন। তারা কিভাবে আহত হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা কেমন তা দেখা হচ্ছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২২ সেপ্টেম্বর গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসে চীনা মেডিকেল টিম। এতে রয়েছে চীনা চিকিৎসক ডং কুইআনের নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল।