নানান আয়োজনে পালিত হলো ছিন্নমুল শিশু কিশোরদের সংগঠন সুরভির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সমাজের অবহেলিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার মহান ব্রত নিয়ে শুরু করা সুরভি আজ ৪৬ বছরে পার করেছে।
১৯৭৯ সালে সাবেক নৌ প্রধান ও সাবেক কৃষিমন্ত্রী মাহাবুব আলী খানের সহধর্মিণী সৈয়দা ইকবালমান্দ বানু সুরভি প্রতিষ্ঠা করেন। একাধারে তিনি একজন লেখক, কবি , গীতিকার , অঙ্কনশিল্পী, পিয়ানোবাদক।
বিগত ৪৬ বছরে সুরভির ছত্রছায়ায় ও সৈয়দা ইকবালমান্দ বানুর মমতাময়ী ছোঁয়ায় লক্ষ লক্ষ শিশু কিশোর জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে । প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ছিন্নমুল শিশুদের আরো উজ্জিবিত করেছে ।
প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা ইকবালমান্দ বানু প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদেরকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে বের হয়ে শিক্ষার উজ্জ্বল পথে চলার উপদেশ দেন। রাজধানীতে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকির অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরভির নির্বাহী পরিচালক মোঃ আবু তাহের ।
কোরআন তেলাওয়াত, তর্জমা , কবিতা আবৃতি, গান , নাচসহ অনুষ্ঠানের প্রতিটি পর্বে ছিন্নমুল শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ সবাইকে অভিভুত করে। বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও শুভার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠে সুরভি প্রাঙ্গন।