• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

জনসমাগমের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনের রিহ্যাব ফেয়ার

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪
জনসমাগমের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনের রিহ্যাব ফেয়ার


বিপুল জনসমাগমের মধ্য দিয়ে শেষ হলো রিহ্যাব ফেয়ার ২০২৪।সোমবার (২৩ ডিসেম্বর) শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী মেলা শেষ হয় শুক্রবার (২৭ ডিসেম্বর)।

এবছর প্রথম গবেষণার জন্য রিহ্যাব ফেয়ারে রিয়েল এস্টেট এর তথ্য সংগ্রহের জন্য রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়। মেলায় অংশ নেয়া প্রায় ১ হাজার ক্রেতা রিসার্চ ফরম পুরণের মাধ্যমে আবাসন খাতের উপর তাদের মতামত ব্যক্ত করেন। রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মোঃ হারুন অর রশিদ বলেন,মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা যেভাবে মতামত দিয়েছেন তার উপর ভিত্তি করে রিয়েল এস্টেট সেক্টরের ভবিষ্যৎ অগ্রগতি নিরাপন করা সহজ হবে।

এবারের রিহ্যাব ফেয়ারে বিকেল ৫ টা পর্যন্ত ৪০৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি এবং বুকিং হয়েছে ২৩০ কোটি টাকা। প্লট-৯৬ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৭৭ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার বুকিং এবং বিক্রি হয়েছে। এ ছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় এক হাজার নব্বই কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছে ১৭ হাজার ৭২৯জন।

রিহ্যাব নেতৃবৃন্দ মনে করেন, যে উদ্দেশ্য নিয়ে মেলার আয়োজন করা হয় সেটা সফল হয়েছে। এই কয়েক দিনে ঢাকাবাসীর ব্যাপক সাড়া আবাসন খাতকে উৎসাহিত করেছে। মেলায় বিক্রির চেয়ে বেশিরভাগ প্রতিষ্ঠান আসে ব্র্যান্ডিংয়ের জন্য। তাদের সে উদ্দেশ্য সফল হয়েছে।

মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মেলায় আসা ক্রেতাদের কাছে তাদের পণ্যের মান সম্পর্কে তুলে ধরেছেন। তারা ক্রেতা-দর্শনার্থীদের নার্সিং করবেন আর ক্রেতারা যে প্রডাক্ট দেখে গেলেন তা যাচাই বাছাই করবেন এবং পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত নিবেন। এক সঙ্গে অনেকগুলো ক্রেতা পাওয়া একমাত্র রিহ্যাব ফেয়ারেই সম্ভব।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728