বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়-এর ৪৯ তম জন্মদিন আজ। প্রতিবছর পারিবারিকভাবে কেক কেটে ও মায়ের হাতে রান্না খেয়ে অনাড়ম্বর জন্মদিন পালন করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে লন্ডনে থাকায় এবার জন্মদিন পালন করছেন না জয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ২৭ জুলাই জন্মগ্রহন করেন জয়। ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তৎকালিন আমেরিকা ও পাকিস্তানি দালালরা। সেসময় বাবা পরমানু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জার্মানিতে ছিলেন। এরপর মায়ের সাথে রাজনৈতিক আশ্রয়ে ইন্ডিয়া অবস্থান করেন জয়। নইনিতালের সেন্ট জোসেফ স্কুলে মাধ্যমিক শেষ করে আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে ডিগ্রি নেন তিনি। এরপর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০০২ সালে বিয়ে করেন ব্রিটিশ নাগরিক নিকি অভারমায়া কে। সোফিয়া নামে এক কন্যাসন্তানের জনক জয়। সক্রিয় রাজনিতিতে অংশগ্রহণ করেছেন ২০১০ সালে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামীলীগে সদস্যপদ গ্রহনের মধ্য দিয়ে। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করছেন।