• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

“জানি, একদিন মুছে যাবে স্মৃতি,উড়ে যাবে ধুলো ছাই, তবুও আমায় মনে রেখো প্রিয় আমি যদি চলে যাই।”

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫
“জানি, একদিন মুছে যাবে স্মৃতি,উড়ে যাবে ধুলো ছাই, তবুও আমায় মনে রেখো প্রিয় আমি যদি চলে যাই।”

কবির এই আক্ষেপ প্রতিটি মানুষের মাঝে প্রবহমান, যাওয়া-আসার এই খেলাও নিত্যদিনের। যেকোনো বিদায় কষ্টের। তবে গণমানুষের প্রিয়জনের বিদায় একই সাথে কষ্টের ও পালাবদলের। লে. কর্নেল মোহাম্মদ আনিসুজ্জামান, পিএইচডি তেমনেই একজন গণমানুষের প্রিয়জন। কর্মক্ষেত্রে নিজের আচার-আচরণ ও কর্মদ্বারা সবাইকে মোহিত ও আপন করেছেন। ফলে তিনি হয়ে উঠেছেন সবার আপন মানুষ। জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে ১,১১১ দিনে তিনি জয় করে নিয়েছেন সকল অভিভাবক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মন। আজ জলসিঁড়ি থেকে তার প্রাথমিক কর্মযাত্রা শেষ হলো। অশ্রুসজল মানুষগুলো কষ্টের মধ্য দিয়ে ব্যথাতুর মনে স্যারকে বিদায় জানালেন। আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই সেই বিদায়পর্ব মিলনমেলায় রূপ পেয়েছে। স্যারের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

লে. কর্নেল হাফেজ মো: জুনায়েদ আহমেদ,
পিবিজিএমএস, এইসি
নবনিযুক্ত অধ্যক্ষ
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ।

কর্নেল মো: জাকির হোসেন ভূঁইয়া (অব:)
এসএসপি, পিএসসি,
অধ্যক্ষ,বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি।

লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো (অব:) পিবিজিএম,অধ্যক্ষ,শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি।

সকল কো-অর্ডিনেটর, শিক্ষক, স্টাফ, শিক্ষার্থী, অগণিত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী।

স্যারের এই ১,১১১ দিনের কর্মযাত্রায় আমরা ধন্য, আমরা গর্বিত। বিদায়ের মধ্য দিয়ে স্যারকে আমরা নতুন করে পেতে চাই, অভিনন্দিত করতে চাই। আপনার হাতে কুঁড়ি থেকে পুষ্পিত এই প্রতিষ্ঠান শতবর্ষ পর্যন্ত আপনারই মহিমাকীর্তন করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আপনার হয়ে বলতে চাই।

“আজিকার বসন্তের আনন্দ-অভিবাদন
পাঠায়ে দিলাম তাঁর করে,
আমার বসন্তগান তোমার বসন্তদিনে
ধ্বনিত হউক ক্ষণতরে
হৃদয়স্পন্দনে তব ভ্রমরগুঞ্জনে নব
পল্লবমর্মরে
আজি হতে শতবর্ষ পরে।”

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728