• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির শেষ দিন আজ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৩
জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির শেষ দিন আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নপত্র বিক্রির চতুর্থ ও শেষ দিন আজ। গত ১৮ নভেম্বর ২০২৩ বিকাল ৩ টা থেকে জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা স্বশরীরে জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে দল নির্ধারিত ৫ হাজার টাকা ফি দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগহ করেন। আজ মঙ্গলবার শেষ দিনে ১১ টা থেকে জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। চার দিনে বিভিন্ন আসনের বিপরীতে জাসদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৯১ জন।

আজ যারা জাসদ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নেত্রকোনা-২ অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, সিলেট-৬ লোকমান আহমেদ, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ বীরমুক্তিযোদ্ধা সবেদ আলী, মৌলভীবাজার-১ এ এম মোনায়েম মনু, লালমনিরহাট-১ ডাক্তার হাবিব মোঃ ফারুক, নড়াইল-২ সাইফুজ্জামান বাদশা, চাঁপাইনবাবগঞ্জ-১ অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২ বীরমুক্তিযোদ্ধা মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল হামিদ রুনু, বগুড়া-৬ এ বি এম জাকিরুল হক টিটন, বগুড়া-৩ মোঃ নজরুল ইসলাম, বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুদ, নওগাঁ-১ বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ শাহজাহান, নওগাঁ-২ বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, নওগাঁ-৩ বীরমুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী, নওগাঁ-৪ এড. মোঃ রিয়াজউদ্দিন, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬ এড. মোঃ জাহাঙ্গীর হোসেন বুলবুল, সুনামগঞ্জ-১ এ কে এম ওহীদুল ইসলাম কবীর, ময়মনসিংহ-৯ এড. গিয়াসউদ্দিন, ময়মনসিংহ-১১ এড. সাদিক হোসেন, ময়মনসিংহ-৭ রতন সরকার, ময়মনসিংহ-২ এড. শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪ এড. নজরুল ইসলাম চুন্নু, ঢাকা-১৬ মোঃ নুরুন্নবী, ঢাকা-৭ হাজী ইদ্রিস বেপারী, কিশোরগঞ্জ-৬ রফিকুল ইসলাম রাজা, টাঙ্গাইল-৮ মোঃ রফিকুল ইসলাম, হবিগঞ্জ-১ মোঃ আব্দুল মান্নান, রংপুর-৩ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ মোঃ শাহজাহান, পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া, টাঙ্গাইল-৬ সৈয়দ নাভেদ হোসেন, বরিশাল-৩ কাজী সিদ্দিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ মোঃ আবদুর রহমান খান ওমর, রংপুর-৩ আমিনুল ইসলাম আপেল, রাজশাহী-২ মোঃ আমিরুল কবির, দিনাজপুর-৬ আফজাল হোসেন।

আগামী ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০ টায় মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং বিকাল ৩ টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930