আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।আজ ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সভাপতি ও পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্লামেন্টারি বোর্ডের সদস্য সচিব ও দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সদস্য মোশারেফ হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা এবং নাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
মনোনয়ন বোর্ড জেলাওয়ারি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। আগামীকাল ২৪ নভেম্বর শুক্রবার জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করব