• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো-২০২৫ এ জুসন এর প্যাভিলিয়ন ব্যাপক সাড়া পাচ্ছে

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫
জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো-২০২৫ এ জুসন এর প্যাভিলিয়ন ব্যাপক সাড়া পাচ্ছে

দেশের অন্যতম স্বনামধন্য গার্মেন্টস মেশিনারিজ  এক্সেসরিজ জুসন গ্লোবাল কোম্পানী লিমিটেড এবারের জিটিবি ট্রেড শো এবং গ্যাপ এক্সপো ২০২৫ এ ইন্ডাস্ট্রির অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারী প্রদর্শন সহ অংশ নিয়েছে।আইসিসিবির ১ নম্বর হলে বিরাট প্যাভিলিয়ন সহ তারা এবারে চতুর্থবারের মত বহুল আকাঙ্ক্ষিত ঢাকার আইসিসিবি হলে (৮-১১ জানুয়ারী). ২০২৫ এ অনুষ্ঠেয় ট্রেড শোতে অংশ নিল। প্রথমদিন থেকেই ক্রেতা, দর্শনার্থীদের ভীড়ে মুখর এদের প্যাভিলিয়ন।

জুসন গ্লোবাল কোম্পানি লি: এর প্যাভিলিয়নে মূলত চায়নার বিখ্যাত ব্রান্ডের মেশিনারী উপস্থাপন করে। যেমন-অটোমেটিক পকেট চেটার মেশিন,পকেট এটাচ মেশিন,বোতাম হেমিং বোতাম এটাচ মেশিন,অটোমেটিক মেশিন জিনস,পকেট মোচ কাটিং মেশিন,ডবল নিডল বেল্ট লুপ মেশিন,কয়েন পকেট চেটার,ওয়েস্ট ব্রান্ড মেশিন,জে স্টীচ মেশিন সিম সিউয়িং মেশিন।

কোম্পানীর সেলস এন্ড ওভারসীজ ডিরেক্টর মিস চেরী বলেন ২০২৫ জিটিবি এক্সপ্লোর সফলতা কামনা করি।মেলায় আসা সকল দর্শনার্থীদের জুসন এর স্টলে পরিদর্শন করার আহবান জানান।পরিশেষে জিটিবি এক্সপ্রোর সফলতা কামনা করেন।

জুসন এর মিস সায়মা বলেন সেলস্ এন্ড মার্কেটিং বলেন, আজ মেলার ৩য় দিন।গার্মেন্টস সেক্টরের এই মেলায় আমি প্রথম অংশগ্রহণ করেছি।আমার অনেক ভাল লাগছে।এবার আমরা সেলার পকেট চেটার মেশিনটা-উপস্থাপন করেছি। জুশন এর নতুন সহযোগী হিসেবে ওয়ানটেক এর নতুন অটোমেটিক মেশিন উপস্থাপন করেছি।ওয়ানটেক এর নিত্যনতুন মেশিন আমরা এখন মার্কেটিং  করছি।গার্মেন্টস সেক্টরে পকেট সেটার মেশিনের অনেক চাহিদা আছে।একটা পকেট সেটার মেশিনে ১০ জন কর্মীর জায়গায় এখন ১ জন কর্মী লাগবে।এই পকেট সেটার মেশিনটা এ আই কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত।দক্ষ কর্মী ছাড়াই এই মেশিনটা সবকিছু কন্ট্রোল করতে পারবে,সময় বাঁচবে,কর্মী বাঁচবে,টাকা-সেভ হবে।

জুসন এর একাউন্টস মিস সুরাইয়া সুমি বলেন,জিটিবি এক্সপোতে জুসন এর ষ্টলে আসা সকল গার্মেন্টস ব্যবসায়ীদের অংশগ্রহণে আমাদের ষ্টল মুখরিত হয়ে উঠেছে।চারদিনের এই গ্যাপ এক্সপোতে লক্ষাধিক মানুষের পদচারণায় সকল ব্যবসায়ী ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানাই মেলায় আসার জন্য।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728