জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো-২০২৫ এ টেক সেল বিডি লিমিটেড অংশ নিয়ে বাজিমাত করেছে
জিটিবি ট্রেড শো ও গ্যাপ এক্সপো-২০২৫ এ টেক সেল বিডি লিমিটেড অংশ নিয়ে বাজিমাত করেছে
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫
বাংলাদেশের অন্যতম স্বনামধন্য গার্মেন্টস এক্সেসরিজ ইন্ডেনটিং কোম্পানী টেক সেল বিডি এবারের জিটিবি ট্রেড শো এবং গ্যাপ এক্সপো ২০২৫ এ ইন্ডাস্ট্রির অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারী প্রদর্শন সহ অংশ নিয়েছে। হল ৬ এর বিরাট প্যাভিলিয়ন সহ তারা এবারে চতুর্থবারের মত বহুল আকাঙ্ক্ষিত ঢাকার আইসিসিবি হলে (৮-১১) জানুয়ারী, ২০২৫ এ অনুষ্ঠেয় ট্রেড শোতে অংশ নিল। প্রথমদিন থেকেই ক্রেতা, দর্শনার্থীদের ভীড়ে মুখর টেকশেল বিডি লিমিটেড এর প্যাভিলিয়ন।
টেক সেল বিডি লি: মূলত বিখ্যাত ব্রান্ডের মেশিনারী বাংলাদেশে উপস্থাপন করে। যেমন- হিকারী চায়নার সব ধরণের সেলাই মেশিন, সুপ্রিম চায়নার ডেনিম অটোমেশন ও স্মার্ট ফ্যাক্টরী সমাধা, হাশিমা জাপানের অটো কাটিং সল্যুশন, এজিএম তুরস্কের আর্ম মেশিন, ডিংফেং চায়নার সার্কুলার নিটিং মেশিন, কিংটেক্স তাইওয়ানের সেলাই মেশিন, নাওমোটো জাপান, জি-বস চায়নার লেজার কাটিং সমাধান, সেভেগায়া সুইডেনের স্ট্রীপ ও রিপকাটিং সল্যুশন, হেয়ী চায়নার অটো ডাউন ফিলিং মেশিন, স্যালুন চায়নার ফেব্রিক সল্যুশন মেশিন, হিপো চায়নার প্লটিং- প্যাটার্ন কাটিং সল্যুশন এবং রেসিং তাইওয়ানের সেলাই মেশিন।
উল্লেখ্য, টেক সেল বিডি লিমিটেড ২০১৭ তে ব্যবসায়িক যাত্রা শুরু করে এই ৭ বছরে যথেস্ট সুনাম কুড়িয়েছে। এক্সেসরিজ সরবরাহ, বিক্রয়োত্তর সেবা এবং গুনগত মানের কারণে ক্রেতাসাধারণের আস্থার জায়গা পেয়েছে তারা।
জিটিবি এক্সপ্রোতে কথা হয় টেকশেল বিডির ম্যানেজিং ডিরেক্টর,বাপ্পী কুমার রায় এর সাথে তিনি বলেন,প্রতিবছরের ন্যায় এই বছরে আমরা আসছি গার্মেন্টস টেকনোলজী নিয়ে।আপনারা জানেন বাংলাদেশে গ্যাপ এক্সপ্রো বিশ্বের দ্বিতীয় এক্সপ্রো, দিন দিন গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক পরিবর্তন হচ্ছে সেই সাথে আর ও চ্যালেঞ্জ আসছে।
এ সময় প্যাভিলিয়নে উপস্থিত ছিলেন চায়না থেকে আগত হিকারীর সেলস ম্যানেজার মি:টনি।
টেক সেল বিডি লিমিটেড এর বাপ্পি কে রায় বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে কিভাবে আগানো যায় আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। এখন- সবকিছুর টেকনোলজী নির্ভর গার্মেন্টস শিল্পকে নিয়ে। এই বছরে আমরা কাটিং সেকশন নিয়ে কাজ করছি। কিভাবে আমরা ব্রায়ারদেরকে কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারি সেইগুলো নিয়ে কাজ করছি। এই বছরে আমরা কাটিং সেকশন নিয়ে কাজ করছি, সেখান থেকে আমরা কিভাবে কাটিং সেকশনে অটোমেজশন করে আমরা কিভাবে ফেব্রিকস সেভিং করতে পারি।নিত্যনতুন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মেশিনগুলো আমরা এবার আমাদের প্যাভিলিয়নে প্রর্দশন করছি। তারপরে আমাদের আসছে কাটিং এব পরে সুইয়িং।হিকারী আমাদের বড় একটা পার্টনার।আপনারা অবশ্যই আমাদের প্যাভিলিয়নে আসবেন। আর যারা মেলায় আসতে পারবেন না।তারা পরে আমাদের সাথে যোগাযোগ করলে মেলার পরে আমরা আমাদের টেকনোলজি পৌঁছাতে ব্যবস্থা করব।আমাদের কোম্পানির পলিসি হচ্ছে পরিষেবা প্রথম মেশিন সেরা মানের হয়।চেষ্টা করি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য। কাস্টমারের কাছে আমাদের একটা প্রতিশ্রুতি সেটা হচ্ছে আমাদের একটা মেশিনের যে কাস্টমার, আর ১০০ টা মেশিন নিয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে সবাই সমান আমাদের কাছে।গ্রাহকরা সব সময় আমাদের উপর ভালো আস্হা রাখতে পারে। আমরা তাদেরকে ভালো মেশিনটা এবং ভালো সার্ভিসটা উপহার দিতে পারব।