‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠানে ২০২৪-এ বর্ষসেরা মহারাজ হলেন- মাহবুবুর রহমান
‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠানে ২০২৪-এ বর্ষসেরা মহারাজ হলেন- মাহবুবুর রহমান
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫
জিপিএইচ ইস্পাতের আয়োজনে গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত
বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার-২০২৪’-এর মূল পর্ব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে, জিপিএইচ তাদের চ্যানেল পার্টনারদের বাৎসরিক পারফর্ম্যান্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা প্রদান করে থাকে।
জিপি এইস ইস্পাত ২০২৪ এ বর্ষসেরা মহারাজ হয়েছেন কক্সবাজার জেলার টেকনাফ থানার অর্ন্তগত হ্নীলার বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুুর রহমান।তিনি দীর্ঘদিন ধরে সফলতার সাথে টেকনাফের হ্নীলায় মের্সাস মাহবুব ব্রাদার্স প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।
মাহবুব ব্রার্দাস এর স্বত্বাধিকারী মাহবুবুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বনামধন্য জিপিএইচ ইস্পাতের চ্যানেল পার্টনার হয়ে সুনামের সাথে ব্যবসা করে আসছি।জিপিএইচ-ইস্পাত ব্যবসায় সেরা পারফর্ম্যান্সের ভিত্তিতে আমাকে চ্যানেল পার্টনার বাৎসরিক বর্ষসেরা মহারাজ নির্বাচিত করেছেন।তার জন্য আমি সত্যিই আনন্দিত এবং দেশের স্বনামধন্য জিপিএইচ ইস্পাত আমাকে সম্মান দেয়ার জন্য তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।আমি জিপিএইচ ইস্পাত এর সফলতা কামনা করি।জিপিএইচ ইস্পাতের এই বিশাল আয়োজন গ্র্যান্ড ইভেন্ট মহারাজ দরবার অনুষ্ঠান ভবিষ্যতে যেন আরও বিশাল পরিসরে অনুষ্ঠিত হয়। প্রতিবছর ব্যবসায় যারা সফলতা অর্জন করে তাদের যেন এই সম্মাননা প্রদান করা হয়।এই বিশাল সম্মাননা প্রদান এর মধ্যে দিয়ে জিপি এইচ ইস্পাত ব্যবসায়ীদের মনে প্রাণ চাঞ্চল্য এবং উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।যা ব্যবসায় সফলতা বয়ে আনে।
জিপিএইস কর্তৃক তার এই মহারাজ দরবার গৌরব অর্জনে ব্যবসায়ীক ক্ষেত্রে তিনি প্রথম মহারাজ দরবার পুরস্কার পেয়ে কক্সবাজার জেলা বাসীর মুখ উজ্বল করেছেন।তার এই গৌরব অর্জন এবং সফলতা ব্যবসায়িক জগতে ব্যবসায়ীদের মধ্যে এক নতুন দিগন্তের সূচনা করেছেন।যা দেশের ব্যবসায়ীদের জন্য সুনাম বয়ে এনেছেন।
‘মহারাজ দরবার ২০২৪’-এ বিশ্বসেরা কোয়ান্টাম স্টিলের বাজারজাতকরণ, জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর ও বি৬০০ডি-আর-এর বাজার সম্প্রসারণ, বছরব্যাপি বিক্রয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের সেরা পারফর্ম্যান্সের ভিত্তিতে চ্যানেল পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়। জিপিএইচ-এর ১৮৫ জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে থেকে সেরা ১০ জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা ১০ জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। এছাড়াও, প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে ‘বীরপ্রতাপ’ উপাধিতে সম্মানিত করা হয়।