• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

জিপি এইস ইস্পাত ২০২৩ বর্ষসেরা মহারাজ হয়েছেন কক্সবাজার জেলার কৃতিসন্তান মাহবুব রহমান।

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৪
জিপি এইস ইস্পাত ২০২৩ বর্ষসেরা মহারাজ হয়েছেন কক্সবাজার জেলার কৃতিসন্তান মাহবুব রহমান।

রাজধানীর বসুন্ধরা আইসিসিবি হলে GPH জিপিএইস ইস্পাতের মহারাজ দরবার ২০২৩

সারা বাংলাদেশের টপটেন ১০ জন ব্যবসায়ীর মধ্যে মাহবুব ব্রাদাস এর স্বত্বাধিকারী কক্সবাজার জেলার টেকনাফ এর হ্নীলার স্হায়ী বাসিন্দা মাহবুব রহমান ব্যবসায় বর্ষসেরা দেশে সফল সেরা ব্যবসায়ী নির্বাচিত হয়েছেন।GPH জিপি এইস ইস্পাত মহারাজ দরবার প্রথম স্হান অধিকার করেছেন ।বর্তমানে কক্সবাজার জেলার জিপি এইস ইস্পাতের ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন মোহাম্মদ সুমন।জিপি এইস কতৃক তার এই মহারাজ দরবার ২৩ গৌরব অর্জনে ব্যবসায়ীক ক্ষেত্রে তিনি প্রথম পুরস্কার পেয়ে কক্সবাজার বাসীর মুখ উজ্বল করেছেন।